
ছবি: সংগৃহীত
ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি নেইমারের জাতীয় দলে না থাকার কারণ কৌশলগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচের জন্য আনচেলত্তি ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন এবং নেইমারকে বাইরে রেখেছিলেন।
এর আগে ২০২৩ সালের অক্টোবর থেকে চোটের কারণে নেইমার জাতীয় দলের বাইরে ছিলেন। আনচেলত্তি জানান, বাছাইপর্বের ম্যাচগুলো ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, তাই সর্বোচ্চ পারফর্ম করার সক্ষম খেলোয়াড়দেরই নির্বাচন করা হয়েছে।
নেইমার যদিও চোট সারিয়ে খেলেছেন, তবে নিজের অনুপ্রেরণা ও কৌশলগত কারণে স্কোয়াডে জায়গা পাননি। আনচেলত্তি বলেছেন, ‘এই সিদ্ধান্ত নেইমারের যোগ্যতা নিয়ে নয়, বরং দলের সেরা পারফর্মার নির্বাচনের জন্য নেওয়া।’
ব্রাজিল আগামীকাল রিও ডি জেনিরোয় চিলির সঙ্গে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ায় শেষ ম্যাচ খেলবে।