https://www.emjanews.com/

9256

sports

প্রকাশিত

০৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৯

আপডেট

০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৪

খেলাধুলা

ভাতিজা তামিম ইকবাল কে সুযোগ দিতে বিসিবি নির্বাচনে নামছেন না আকরাম খান

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৯

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক অধিনায়ক ও বর্তমান পরিচালক আকরাম খান। তিনি জানিয়েছেন, পরিবার থেকে একই সঙ্গে একাধিক ব্যক্তি বোর্ডে থাকা উচিত নয়। তাই তিনি সরে দাঁড়িয়েছেন ভাতিজা তামিম ইকবাল কে সুযোগ দিতে।
আকরাম খান বলেন, ‘তামিম ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে। সে আমার পরবর্তী প্রজন্ম।তাই  এবার নির্বাচন করছি না ‘  

চট্টগ্রাম বিভাগ থেকে এবার দুজন রাজনৈতিক নেতৃত্ব বিসিবিতে আসতে পারেন বলে জানা গেছে। এর একজন হচ্ছেন তামিম। এবারের নির্বাচনে সংগঠকদের পাশাপাশি রাজনৈতিক প্রভাবও স্পষ্ট। বেশির ভাগ জেলা ও বিভাগ থেকেই রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের পরিচালক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি বিএনপিও প্রার্থীদের একটি তালিকা করেছে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি খুলনায় এক অনুষ্ঠানে বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবি মন্তব্য করেছেন, ‘তামিম বিএনপির প্রার্থী, আর আমিনুল সরকারের।’

অন্যদিকে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার কথা ছিল তামিম ইকবালের। তবে সেই নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। এর পেছনে বিসিবি নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনাই মুখ্য কারণ হিসেবে দেখা হচ্ছে। কোয়াবে তার প্রার্থী মোহাম্মদ মিঠুন জয়ী হয়েছেন, যা কার্যত তামিমের জন্যই বড় জয় হিসেবে বিবেচিত হচ্ছে।

মিরপুর স্টেডিয়ামে মতবিনিময়ের সময় তামিম বলেন, ‘সবাই জানেন আমি কেন কোয়াবের নির্বাচনে আসিনি। আশা করি, বুঝতে পেরেছেন।’ তাঁর এ বক্তব্য বিসিবির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত বলেই মনে করছেন অনেকেই।

ক্রিকেটারদের কল্যাণ নিয়ে তামিম বলেন, ‘যদি ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করে, তাহলে কোয়াবের কাজের প্রয়োজন কমে যাবে। এ ধরনের সংগঠনের সভাপতি হলে সক্রিয় ক্রিকেটাররাই সবচেয়ে কার্যকর হবে।’

সব দিক সামলে ক্রিকেট থেকে প্রশাসনিক মঞ্চে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করে দিলেন দেশের সবচেয়ে সফল ওপেনার তামিম ইকবাল।