শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9335

sports

খেলাধুলা

মৌলভীবাজার জুড়ীতে নৌকাবাইচ উৎসব

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫১

মৌলভীবাজারের জুড়ীর নয়াগ্রাম ও খালের মুখে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। হাকালুকি হাওরের পানি ভরা এলাকায় লম্বা ও সরু নৌকা নিয়ে বইঠার ছন্দে প্রতিযোগীরা বাইচে অংশ নেন। ঢাক-ঢোলের তালে তালে চারপাশে উপচে পড়া দর্শকের উল্লাস ছড়িয়ে পড়ে।

তিনটি দল প্রতিযোগিতায় অংশ নেন-সাদিপুর (কুলাউড়া), নূরজাহানপুর (গোলাপগঞ্জ) ও ভোলারকান্দি (বড়লেখা)। সাদিপুর প্রথম, নূরজাহানপুর দ্বিতীয় ও ভোলারকান্দি তৃতীয় স্থান অধিকার করে।

প্রায় ১০ হাজার দর্শক ছুটে এসেছিলেন নৌকাবাইচ দেখতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরশেদুল আলম ও স্থানীয় জনপ্রতিনিধিরা। পুরস্কার হিসেবে প্রথম দল গরু, দ্বিতীয় দল রেফ্রিজারেটর ও তৃতীয় দল একটি খাসি লাভ করে।