মৌলভীবাজারের জুড়ীর নয়াগ্রাম ও খালের মুখে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। হাকালুকি হাওরের পানি ভরা এলাকায় লম্বা ও সরু নৌকা নিয়ে বইঠার ছন্দে প্রতিযোগীরা বাইচে অংশ নেন। ঢাক-ঢোলের তালে তালে চারপাশে উপচে পড়া দর্শকের উল্লাস ছড়িয়ে পড়ে।
তিনটি দল প্রতিযোগিতায় অংশ নেন-সাদিপুর (কুলাউড়া), নূরজাহানপুর (গোলাপগঞ্জ) ও ভোলারকান্দি (বড়লেখা)। সাদিপুর প্রথম, নূরজাহানপুর দ্বিতীয় ও ভোলারকান্দি তৃতীয় স্থান অধিকার করে।
প্রায় ১০ হাজার দর্শক ছুটে এসেছিলেন নৌকাবাইচ দেখতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরশেদুল আলম ও স্থানীয় জনপ্রতিনিধিরা। পুরস্কার হিসেবে প্রথম দল গরু, দ্বিতীয় দল রেফ্রিজারেটর ও তৃতীয় দল একটি খাসি লাভ করে।