শিরোনাম
বিএনপি নেতাকর্মীরা ব্যক্তি নয় ধানের শীষের পতাকাতলেই  আছে ,থাকবে : লুনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘনায় ৩ জন নিহত: আহত ২৫ জরুরী তলবে আরিফুল হক চৌধুরী ঢাকায় মাঝরাতে বিএনপির চার নেতা বহিস্কার বিএনপিও যুক্তরাজ্য প্রবাসীকে দিল সিলেট -৩ আসনের টিকেট নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী মৌলভীবাজার-১ মিঠু, মৌলভীবাজার-২ সকু, মৌলভীবাজার-৩ নাসের এবং মৌলভীবাজার-৪ আসনে মজিবর বিএনপি’র মনোনয়ন পেলেন হবিগঞ্জ-২ জীবন, হবিগঞ্জ-৩ গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে ফয়সাল বিএনপি’র মনোনয়ন পেলেন সুনামগঞ্জ-১ আনিসুল, সুনামগঞ্জ-৩ কয়ছর এবং সুনামগঞ্জ-৫ আসনে মিলন বিএনপি’র মনোনয়ন পেলেন

https://www.emjanews.com/

9335

sports

খেলাধুলা

মৌলভীবাজার জুড়ীতে নৌকাবাইচ উৎসব

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫১

মৌলভীবাজারের জুড়ীর নয়াগ্রাম ও খালের মুখে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। হাকালুকি হাওরের পানি ভরা এলাকায় লম্বা ও সরু নৌকা নিয়ে বইঠার ছন্দে প্রতিযোগীরা বাইচে অংশ নেন। ঢাক-ঢোলের তালে তালে চারপাশে উপচে পড়া দর্শকের উল্লাস ছড়িয়ে পড়ে।

তিনটি দল প্রতিযোগিতায় অংশ নেন-সাদিপুর (কুলাউড়া), নূরজাহানপুর (গোলাপগঞ্জ) ও ভোলারকান্দি (বড়লেখা)। সাদিপুর প্রথম, নূরজাহানপুর দ্বিতীয় ও ভোলারকান্দি তৃতীয় স্থান অধিকার করে।

প্রায় ১০ হাজার দর্শক ছুটে এসেছিলেন নৌকাবাইচ দেখতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরশেদুল আলম ও স্থানীয় জনপ্রতিনিধিরা। পুরস্কার হিসেবে প্রথম দল গরু, দ্বিতীয় দল রেফ্রিজারেটর ও তৃতীয় দল একটি খাসি লাভ করে।