মুশফিকুর রহিমের ভাতৃস্পুত্র কক্সবাজার সৈকতে গোসলে নি*খোঁজ, লা*শ উদ্ধার
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫০
ছবি: সংগৃহীত।
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ কলেজছাত্র জুহায়ের আয়মান (১৭) এর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ক্রিকেটার মুশফিকুর রহিমের খালাতো ভাই মো. শরিফুল ইসলামের ছেলে। ভোর সোয়া ছয়টার দিকে জেলার সমিতিপাড়া সৈকতে ভেসে থাকা লাশটি স্থানীয় জেলেরা দেখে বেসরকারি সি-সেফ লাইফগার্ডকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস, লাইফগার্ড ও বিচ কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।
নিখোঁজ হওয়ার আগের দিন রোববার বেলা তিনটার দিকে আয়মান গোসলে নামেন। তার বাড়ি বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাটনারপাড়া এলাকায়। নিহতের মামা মো. মোজাহিদুর রহিম লাশ শনাক্ত করেছেন এবং পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সি-সেফ লাইফগার্ডের আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমদ জানান, ঢেউয়ের ধাক্কায় তিনজন সাগরে ভেসে যান। তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা হলেও আয়মানের খোঁজ মিলেনি। লাবণী থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত পাঁচ কিলোমিটার সৈকতে গুপ্ত খাল রয়েছে এবং সেখানে নামতে নিষেধ করার জন্য বালুচরে লাল নিশানা ওড়ানো হয়েছে।
