নেপালে সেনাবাহিনীর অভিযান: একদিনে ৭৩ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩০৩
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৭

ছবি: সংগৃহীত।
নেপালি সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে মোট ৭৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নেপালের সংবাদমাধ্যম ‘সেতুপতি’র প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর জনসংযোগ ও তথ্য অধিদপ্তরের বরাত দিয়ে জানানো হয়েছে- শুধু বুধবারই সাতটি অস্ত্র, ম্যাগাজিন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এছাড়া বিশেষ তথ্যের ভিত্তিতে মাপোখরি এলাকা থেকে একটি অস্ত্র জব্দ করা হয়।
একই দিনে কাঠমান্ডুর মহারাজগঞ্জ এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করে সেনা। কাভ্রের জেলা কারাগারে বন্দি ও পুলিশের মধ্যে সংঘর্ষ এবং ডিল্লীবাজার কারাগারে অগ্নিকাণ্ডও সেনা নিয়ন্ত্রণে আনে।
এছাড়া বিভিন্ন জেলায় কারাগার থেকে পলাতক বন্দিদের ধরতে অভিযান চালানো হয়। সেনাবাহিনীর হিসাবে, বুধবার সন্ধ্যা পর্যন্ত মোট ৩০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে- সাপতরী থেকে ৪ জন, সুনসারি থেকে ২০২ জন, রুকুম (পশ্চিম) থেকে ৪৩ জন, কপিলবস্তু থেকে ৫০ জন, মাগদি থেকে ৪ জন।
সেনাবাহিনী জানিয়েছে, অভিযান অব্যাহত থাকবে।