শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9462

international

প্রকাশিত

১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৭

আন্তর্জাতিক

নেপালে সেনাবাহিনীর অভিযান: একদিনে ৭৩ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩০৩

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৭

ছবি: সংগৃহীত।

নেপালি সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে মোট ৭৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নেপালের সংবাদমাধ্যম ‘সেতুপতি’র প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর জনসংযোগ ও তথ্য অধিদপ্তরের বরাত দিয়ে জানানো হয়েছে- শুধু বুধবারই সাতটি অস্ত্র, ম্যাগাজিন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এছাড়া বিশেষ তথ্যের ভিত্তিতে মাপোখরি এলাকা থেকে একটি অস্ত্র জব্দ করা হয়।

একই দিনে কাঠমান্ডুর মহারাজগঞ্জ এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করে সেনা। কাভ্রের জেলা কারাগারে বন্দি ও পুলিশের মধ্যে সংঘর্ষ এবং ডিল্লীবাজার কারাগারে অগ্নিকাণ্ডও সেনা নিয়ন্ত্রণে আনে।

এছাড়া বিভিন্ন জেলায় কারাগার থেকে পলাতক বন্দিদের ধরতে অভিযান চালানো হয়। সেনাবাহিনীর হিসাবে, বুধবার সন্ধ্যা পর্যন্ত মোট ৩০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে- সাপতরী থেকে ৪ জন, সুনসারি থেকে ২০২ জন, রুকুম (পশ্চিম) থেকে ৪৩ জন, কপিলবস্তু থেকে ৫০ জন, মাগদি থেকে ৪ জন।

সেনাবাহিনী জানিয়েছে, অভিযান অব্যাহত থাকবে।