শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9466

politics

প্রকাশিত

১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৭

আপডেট

১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৮

রাজনীতি

সিলেট মহানগর বিএনপির ১৫টি ওয়ার্ডের কর্মী সভা

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৭

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, ‘বিএনপিকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সুসংগঠিত করাই আমাদের রাজনৈতিক দায়িত্ব ও অঙ্গীকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের পাশে থেকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমন-পীড়নের শিকার বিএনপি এবং দেশের সাধারণ মানুষ। ওই সময়কালে হাজারো নেতাকর্মী গুম, খুন ও কারাবরণের শিকার হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপিসহ সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওই ফ্যাস্টিট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছি।’

তিনি বুধবার (১০ সেপ্টেম্বর) সোবহানীঘাটস্থ আগ্রা কমিনিউটি সেন্টারে সিলেট মহানগরীর কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক কমিটির গঠন উপলক্ষ্যে ১৫টি ওয়ার্ডের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কর্মী সভায় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘তারেক রহমানের দেওয়া ৩১ দফা রোডম্যাপই ভবিষ্যতের মুক্ত, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশের পথনির্দেশনা। এই বার্তা তৃণমূল পর্যায়ে জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। বিএনপি সংগঠনকে শক্তিশালী করে আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করছে বিএনপি।’

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় কর্মী সভায় বক্তব্যে দেন ছালেহ আহমদ, রাসেল আহমদ, রাজীব কুমার দে, কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক অলিউর রহমান চৌধুরী সুহেল, বদরদ্দোজা বদর, আব্দুল মুনিম, নাদির খান, মুফতি রায়হান উদ্দিন মুন্না, আব্দুস সবুর রাসেল, জমজম বাদশা, রুম্মন আহমদ, মির্জা বেলায়েত আহমদ লিটন, শেখ কবির আহমদ, দেওয়ান আরাফত চৌধুরী জাকি, বেলাল উদ্দিন, ছাবিব্ব আহমদ, ফখর উদ্দিন, আব্দুল আজিজ লাকী, সুচিত্র চৌধুরী বাবলু, রুবেল বক্স, আবুল ফয়সল নিয়াজ, খসরুজ্জামান খসরু, সৈয়দ খিজির হোসেন এনু, তপু আহমদ, বোরহান খান, আব্দুল মুনিম, রুমেল আহমদ, শামীম আহমদ, সালা উদ্দিন, সাইফুল আলম, এসএম শাহাজাহান, আহমদ খান জুনেদ, মাসুক আহমদ, রিয়াজ আহমদ, আমিনুল হক বেলাল, আবুল হোসেন, ইকবাল হাসান, মোতাহির হোসেন মাখন, জাহাঙ্গীর আলম, অজয় কান্তি দাস, আল আমিন, আব্দুর রহমান, নার্গিস আহমদ চৌধুরী, আবিদ আহমদ, মিজানুর রহমান রানা, শাহীন আহমদ, শফিকুর রহমান সুমন, শহিদুর রহমান, আব্দুল মুকিত তানভীর, মতিউর রহমান শিমুল, দেব্র রায়, নুরুল ইসলাম, আবুল মুকিত, সিয়াম আহমদ, মোবারক হোসেন ফাত্তাহ, সিরাজ আহমদ, জুরেজ আব্দুল্লাহ, সাবের আহমদ, জাহেদ আহমদ বাবু, আব্দুল মুমিন, আবু সাঈদ, মারুফ আহমদ টিপু, মোস্তাফা কামাল পাশা, আমির হোসেন, তারেক আহমদ খান, নজির হোসেন, এজহারুল হক চৌধুরী, শুয়বাইব আহমদ, সৈয়দ মিসবাহ উদ্দিন প্রমুখ।