জাকসু নির্বাচন: তিন দিনেও শেষ হয়নি ভোট গণনা, কখন শেষ হবে তা জানেনা না নির্বাচন কমিশন
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩০

ছবি: সংগৃহীত।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা তৃতীয় দিনের মতো চলছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া গণনা এখনো শেষ হয়নি।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী জানান, ইতোমধ্যে ১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে। আশা করা হচ্ছে বাকি হলগুলোর ভোট গণনা বেলা ১টার মধ্যে শেষ করা যাবে।
এর আগে হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। তবে গণনা কখন শেষ হবে তা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানাতে পারছে না নির্বাচন কমিশন। প্রতিবারই ভিন্ন ভিন্ন সময়সীমার কথা জানানো হলেও এখনো ফলাফল ঘোষণা সম্ভব হয়নি।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান শুক্রবার রাতে জানিয়েছিলেন, রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষ করে ফলাফল প্রকাশ করা হবে। তবে সময়মতো তা সম্ভব হয়নি। একইভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলমও শুক্রবার দুপুরে ফলাফল ঘোষণার কথা বললেও পরে জানান রাত ১০টা থেকে ১১টার মধ্যে তা সম্ভব হতে পারে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর রাত সোয়া ১০টা থেকে ভোট গণনা শুরু হলেও এখনো তা শেষ হয়নি।