
ছবি: সংগৃহীত।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার সন্ধ্যা সাতটার মধ্যে জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ হয়ে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সাংবাদিকদের তিনি জানান, ভোট গণনার পর ফলাফল ঘোষণার জন্য প্রস্তুতি নিতে সময় লাগবে। তবে আনুমানিক সন্ধ্যা সাতটার মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
প্রধান নির্বাচন কমিশনার আরও জানিয়েছেন, গণনার কাজ পালা করে চলছে কি না, তা সরাসরি পর্যবেক্ষণ করার সুযোগ নেই। এর আগে গত শুক্রবার রাতেই তিনি জানিয়েছিলেন, জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।