শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9577

politics

প্রকাশিত

১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৬

আপডেট

১৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২১

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৬

ছবি: সংগৃহীত।

জুলাই সনদ বাস্তবায়নকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে দফায় দফায় আলোচনার পরও ঐকমত্য তৈরি হয়নি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব দল খসড়া জমা দিলেও দাবি-দাওয়ায় দেখা দিয়েছে বড় ধরনের ভিন্নতা। এ নিয়েই অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বাকযুদ্ধও হয়েছে।

বিএনপির সঙ্গে মতপার্থক্য

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, প্রায় সব দল উচ্চকক্ষে অনুপাতভিত্তিক প্রতিনিধি (পিআর) ব্যবস্থার পক্ষে থাকলেও বিএনপিসহ কয়েকটি দল এ প্রস্তাবের বিরোধিতা করছে। তারা উচ্চকক্ষে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে নিম্নকক্ষের আসন বণ্টনের অনুপাতে যাওয়ার পক্ষে। ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে আলোচিত ২০টি বিষয়ের মধ্যে ৭টিতেই বিএনপি ভিন্নমত দিয়েছে।

এনসিপির শর্ত

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগেই জানিয়েছিলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে তারা নির্বাচনে অংশ নেবে না। একই সুরে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, সনদের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হিসেবে আয়োজন করতে হবে। অন্যদিকে বিএনপি সনদকে রাজনৈতিক সমঝোতা হিসেবে রাখতে চাইছে, যা বিদ্যমান কাঠামো ও আইনেই সীমাবদ্ধ।

আইনি ভিত্তির দাবি

এনসিপি নেতারা জোর দিয়ে বলেন, জুলাই সনদকে শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি হিসেবে নয়, আইনি ভিত্তি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আখতার হোসেনের ভাষায়, ‘বিএনপির সদিচ্ছা থাকলে এখন থেকেই সনদ কার্যকর করা সম্ভব। তবে যদি বাধা দেওয়ার মানসিকতা তৈরি হয়, তাহলে তা জাতির সঙ্গে প্রতারণা হবে।’

আরিফুল ইসলাম আদীব বলেন, বিএনপি ইতিমধ্যেই সনদের অধিকাংশ বিষয়ে একমত হয়েছে। তাই এটিকে আইনি কাঠামো দিয়ে পরবর্তী নির্বাচন সনদের ভিত্তিতে করতে হবে।