শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9470

international

প্রকাশিত

১০ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৫

আন্তর্জাতিক

নেপালে নতুন নেতৃত্ব নির্ধারণে সেনাপ্রধানের সঙ্গে সমন্বয়কদের বিরোধ

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৫

ছবি: সংগৃহীত।

নেপালের জেন-জি আন্দোলনকারীরা দেশের নতুন নেতৃত্ব নিয়োগ নিয়ে আলোচনা করতে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠকে বসেন।

তবে বৈঠকে জেনারেল অশোক ‘দুর্গা প্রসাই’ নামে এক ব্যবসায়ী রাজনীতিবিদ ও রাজনৈতিক দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিকে (আরএসপি) আন্দোলনের অংশীদার হিসেবে অভিহিত করেন। এর প্রতিক্রিয়ায় সমন্বয়করা বৈঠক ত্যাগ করেন।

আন্দোলনকারী রক্ষা বম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সেনাপ্রধান আমাদের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক এবং দুর্গা প্রসাদ ও আরএসপির সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন। আমরা মনে করি এটি আমাদের ত্যাগ ও দেশ পরিবর্তনের ঐতিহাসিক যাত্রাকে ক্ষুণ্ন করেছে। তাই আমরা বৈঠক ত্যাগ করেছি।’

মঙ্গলবার গণআন্দোলনের চাপের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন।

এরপর আন্দোলনের নেতৃত্বে থাকা জেন-জি বিক্ষোভকারীরা রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান করলেও তিনি সাড়া দেননি। এ কারণে তারা সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধান হিসেবে বিবেচনা করতে শুরু করেছেন।

বুধবার প্রায় ৫ হাজার বিক্ষোভকারী ভার্চুয়াল বৈঠকে অংশ নেন এবং নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়ে আলোচনা করেন।

বৈঠকে সুশীলা কার্কির নামের পাশাপাশি বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রধান কুলমান ঘিসিং, তরুণ নেতা সাগর ঢাকাল ও ধারান শহরের মেয়র হার্কা সামপাংকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা করা হয়।