ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের জয়ে পাকিস্তান জামায়াতের অভিনন্দন
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২৪

ছবি: সংগৃহীত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল ঐতিহাসিক জয় অর্জন করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জোট প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১৪,০৪২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। জিএস পদে জয়ী হয়েছেন এসএম ফরহাদ ১০,৭৯৪ ভোটে, এজিএস পদে মহিউদ্দীন খান ১১,৭৭২ ভোটে।
জামায়াত-ই-ইসলাম পাকিস্তানের আমির হাফিজ নাঈমুর রহমান ডাকসুর এই বিজয়ের জন্য ছাত্রশিবিরকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হয়েছে। এই বিজয় শিক্ষার্থী ও যুবসমাজের অধিকার রক্ষার পাশাপাশি দেশকে ভারতের ষড়যন্ত্র থেকে মুক্ত করার প্রচেষ্টায় সহায়ক ভূমিকা রাখবে।’
তবে তিনি দেশের অন্তর্বর্তী সরকারকেও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য কৃতিত্ব দিয়েছেন।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯,৮৭৪, এর মধ্যে ১৮,৯৫৯ জন ছাত্রী এবং ২০,৯১৫ জন ছাত্র।
সংক্ষিপ্তভাবে, এই ফলাফল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জন্য এক ঐতিহাসিক জয় হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।