শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9515

politics

প্রকাশিত

১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৯

আপডেট

১২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩০

রাজনীতি

রাকসু নির্বাচন: নয়টি প্যানেল ঘোষণা, ভোট ২৫ সেপ্টেম্বর

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৯

ছবি: সংগৃহীত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত মোট নয়টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কেবল ছাত্রদল ও ছাত্রশিবির-সমর্থিত প্যানেলই পূর্ণাঙ্গ তালিকা দিয়েছে। অন্য কোনো সংগঠন বা স্বতন্ত্র জোট এখনও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি।

সর্বশেষ ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ১৪ সেপ্টেম্বর। ওই দিন থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। ভোটগ্রহণ হবে ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে। একই দিন ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচনে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঘোষিত নয়টি প্যানেল হলো-
১. ছাত্রদল মনোনীত প্যানেল
২. ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’
৩. ‘রাকসু ফর র‍্যাডিক্যাল চেঞ্জ’
৪. ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’
৫. ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’
৬. ‘আধিপত্যবিরোধী ঐক্য’
৭. ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’
8. ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’
9. ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’।

ক্যাম্পাসে আলোচনায় রয়েছে-মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে অন্তত ছয়টি প্যানেলের মধ্যে।

সম্মিলিত শিক্ষার্থী জোট (শিবির-সমর্থিত): ভিপি পদে শিবির শাখা সভাপতি মোস্তাকুর রহমান ওরফে জাহিদ, জিএস পদে ফজলে রাব্বি ফাহিম রেজা, এজিএস পদে এস এম সালমান সাব্বির।

ছাত্রদল মনোনীত প্যানেল: ভিপি পদে শেখ নূর উদ্দিন আবির, জিএস পদে নাফিউল জীবন, এজিএস পদে জাহিন বিশ্বাস এষা।

আধিপত্যবিরোধী ঐক্য: ভিপি পদে মেহেদী সজীব, জিএস পদে সালাউদ্দিন আম্মার, এজিএস পদে আকিল বিন তালেব।

গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ: ভিপি পদে ফুয়াদ রাতুল, জিএস পদে কাউছার আহম্মেদ, এজিএস পদে নাসিম সরকার।

রাকসু ফর র‍্যাডিক্যাল চেঞ্জ: ভিপি পদে মেহেদী মারুফ, জিএস পদে আফরিন জাহান, এজিএস পদে আল শাহরিয়ার শুভ।

সর্বজনীন শিক্ষার্থী সংসদ: ভিপি পদে তাসিন খান, জিএস পদে রাজন আল আহমেদ, এজিএস পদে মাহাইর ইসলাম। উল্লেখযোগ্যভাবে, তাসিন খান রাকসুর ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী হিসেবে একটি পূর্ণাঙ্গ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন।