ইমিগ্রেশন অফিসারের বিরুদ্ধে জালিয়াতি মামলা: ৮ বছরের কা’রাদণ্ড, ১.৫ লাখ রিঙ্গিত জ’রিমানা
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৪

ছবি: সংগৃহীত।
মালয়েশিয়া মাই সেকেন্ড হোম (MM2H) ভিসার নথি জালিয়াতির মামলায় অভিবাসন বিভাগের এক কর্মকর্তাকে আট বছরের কারাদণ্ড ও ১ লাখ ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করেছেন হাইকোর্ট।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিচারক দাতুক আজহার আব্দুল হামিদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন ইসহাক (৫১) ভানুয়াতুর এক ব্যক্তির জন্য জাল নথি প্রস্তুত করেছিলেন, যা অভিবাসী পাচারের উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়।
রায়ের আদেশে বলা হয়, জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
তবে আপিলের সময় কারাদণ্ড স্থগিত রেখে জামিনের পরিমাণ ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার রিঙ্গিত নির্ধারণ করেছে আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে বলেন, অভিযুক্ত তার সরকারি দায়িত্ব ও জনআস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এ ধরনের অপরাধ কেবল প্রতিষ্ঠানকে নয়, জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্যও গুরুতর হুমকি।
উল্লেখ্য, এ মামলাটিই মালয়েশিয়ায় অভিবাসী পাচার বিরোধী আইন ২০০৭-এর ২৬(ই) ধারায় প্রথম দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা।