কাতারে জরুরি আরব-ইসলামিক সম্মেলনে যোগ দেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩২

ছবি: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিম ১৫ সেপ্টেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিতব্য জরুরি আরব-ইসলামিক সম্মেলনে অংশগ্রহণ করবেন।
সম্মেলনের মূল বিষয় ইসরায়েলের কাতারে সাম্প্রতিক হামলা ও ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা।
উইজমা পূত্রার ভেরিফাইড ফেসবুক পোস্ট অনুযায়ী, প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
এর আগে ১৪ সেপ্টেম্বর আরব-ইসলামিক মন্ত্রিপরিষদ পর্যায়ের প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হবে।
সম্মেলনে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সদস্য রাষ্ট্রগুলোর নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা যোগ দেবেন।
আনোয়ার ইব্রাহিম ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন, জাতিসংঘ সনদ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের অবমাননা এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির হুমকি ইস্যুতে জরুরি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্মেলনের শেষে একটি চূড়ান্ত ঘোষণা গৃহীত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে, যা মুসলিম দেশগুলোর যৌথ অবস্থান ও সম্ভাব্য পদক্ষেপের রূপরেখা নির্ধারণ করবে এবং ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।