সিলেটে ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযান শুরু করবে সিসিক ও জেলা প্রশাসন
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৩

সিলেট নগরীতে ফুটপাত দখলমুক্ত করার পর এবার ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযানে নামছে সিটি করপোরেশন ও জেলা প্রশাসন। নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে যৌথভাবে এ উদ্যোগ নেয়া হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ফুটপাত দখলমুক্তকরণ অভিযান পরিচালনার সময় জেলা প্রশাসক মো. সরওয়ার আলম ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানান।
জানা গেছে, নগরীতে অনুমোদনবিহীন ব্যাটারিচালিত রিকশা চলাচল করায় প্রতিদিনই জনভোগান্তি বাড়ছে। এতে যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সেজন্য এসব রিকশা নগরীর বাইরে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন।
সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী অভিযানের সময় সিটি করপোরেশনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বলেন, ‘আমরা যেহেতু ব্যাটারিচালিত রিকশা অনুমোদন দিইনি এবং আমাদের প্লেটও নেই, তাই এক সপ্তাহ বা দশদিন সময় দিয়ে তাদের জানাতে হবে যেন তারা রিকশা নিয়ে অন্যত্র চলে যায়। জেলা ম্যাজিস্ট্রেট ও সিটি করপোরেশন মাইকিং করে প্রচারণা চালাবে। এরপরও যদি রিকশা পাওয়া যায় তবে সরাসরি ডাম্পিং প্লেসে নিয়ে যাওয়া হবে- এটা পরিষ্কারভাবে জানিয়ে দিন।’
জেলা প্রশাসক মো. সরওয়ার আলম এ সময় বলেন, ‘এক সপ্তাহ সময় দিয়ে প্রচারণা চালানো হবে। এরপর নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।’
একইসঙ্গে নগরীর ভেতরে ব্যাটারিচালিত রিকশার বিক্রয়কেন্দ্রগুলোর ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলেও জানানো হয়। প্রশাসনের এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে নগরবাসী নির্বিঘ্নে ফুটপাত ব্যবহার করতে পারবেন এবং নগরীতে চলাচল আরও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।