শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9594

sylhet

প্রকাশিত

১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২২

সিলেট

বিয়ানীবাজার সীমান্তে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট জব্দ

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২২

ছবি: সংগৃহীত।

সিলেটের বিয়ানীবাজার সীমান্তে ৫৯৫ পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ২৭ হাজার ২৫০ টাকা।

বিজিবি সূত্র জানায়, রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিয়ানীবাজারের নয়াগ্রাম বিওপি এলাকায় বিজিবি-৫২’র একটি টহল দল মালিকবিহীন অবস্থায় গরু মোটাতাজাকরণ ট্যাবলেটগুলো দেখতে পায়। বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে এগুলো জব্দ করে বিজিবি সদস্যরা।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি-৫২’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।