শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9606

sylhet

প্রকাশিত

১৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩১

সিলেট

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন: দুটি মামলায় ৪২ জনসহ তিন শতাধিক আসামি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩১

ছবি: সংগৃহীত।

সিলেটের গোয়াইনঘাটে পিয়াইন নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

প্রথম মামলাটি করেছেন গোয়াইনঘাট ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আব্দুল মোনায়েম। তিনি ২৬ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করেন। মামলা নম্বর: ১২।

অপর মামলাটি করেন ভূমি সহকারী কর্মকর্তা আবু বকর গাজী। সেখানে ১৬ জনের নাম উল্লেখ করে একই সংখ্যক অজ্ঞাত আসামি রাখা হয়েছে। মামলা নম্বর: ১৪।

অভিযোগে বলা হয়েছে, পশ্চিম জাফলংয়ের হাজিপুর, প্রতাপপুর, লুনীর কইন্না খাল, আমবাড়ি এলাকা ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘নদীর পার ধ্বংস করে ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি করে যেভাবে বালু তোলা হচ্ছিল, তা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মামলার তদন্ত চলছে, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পরিবেশ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।’