
ছবি: সংগৃহীত।
সিলেটের কানাইঘাট উপজেলার সীমাবাজারে টাইগারের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নাবিল আহমদ নামে ১৬ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তাকে গাছবাড়ী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গত ১১ সেপ্টেম্বর উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের সীমার বাজারে সাহাব উদ্দিনের ভাড়া বাসায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
পরে নির্যাতিত শিশুটিকে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম শিশুর পিতা নাসির উদ্দিন কানাইঘাট সদর ইউনিয়নের ভাটিদিহি গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে তিনি ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে সীমারবাজার এলাকায় সাহাব উদ্দিনের ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।
অপরদিকে অভিযুক্ত কিশোর নাবিল আহমদ রাজাগঞ্জ ইউনিয়নের নয়ামাটি পাহাড় গ্রামের মুক্তার আহমদের পুত্র।
নাবিল আহমদ সীমারবাজার এলাকায় ফার্নিচারের দোকানে কাজ করেন।
গত ১১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ভিকটিম শিশুর পিতা ভ্যানচালক নাসির উদ্দিন ও তার স্ত্রী কাজের উদ্দেশ্যে বাসার বাহিরে যান। এ সময় ভিকটিম শিশু একা বাসার সিড়ি বেয়ে পাশের বাড়িতে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অভিযুক্ত কিশোর নাবিল আহমদ একটি টাইগারের বোতলের লোভ দেখিয়ে বাসার ৩য় তলার সিঁড়ির উপরে নিয়া জোরপূর্বক ধর্ষন করে।
শিশুর চিৎকারে পাশের বাড়ি থেকে ভিকটিমের নানি এগিয়ে আসলে নাবিল আহমদ দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ভিকটিম শিশুর পিতা ভাটিদিহি গ্রামের মৃত শাহজাহানের পুত্র নাসির উদ্দিন বাদী হয়ে কিশোর নাবিল আহমদের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন (থানার মামলা নং- ০৯, তারিখ- ০৯/০৯/২০২৫ইং)।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল জানান, ‘স্থানীয় গাছবাড়ী বাজার থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসা হয়েছে। আসামি কিশোর হওয়ায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’