শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9598

surplus

প্রকাশিত

১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫১

অন্যান্য

২৮ বছর পর শাকসু নির্বাচন: নভেম্বরেই সম্ভাবনা

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫১

ছবি: সংগৃহীত।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দীর্ঘ ২৮ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য জানান, `আমরা আশা করছি, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শাকসু নির্বাচন আয়োজন করা হবে। এর আগে দুই-তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে। ক্যাম্পাসে এখন সেমিস্টার ফাইনালের প্রস্তুতি চলছে। অক্টোবরের মাঝামাঝি সময়ে তা শেষ হলে নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে।'

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, `নির্বাচন যেন সংঘাত নয়, বরং উৎসবে রূপ নেয়। নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি পাবে, যারা তাদের চাওয়া-পাওয়ার কথা প্রশাসনের কাছে তুলে ধরতে পারবে।'

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রমতে, সর্বশেষ শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৭ সালে। তার আগে ১৯৯৩ থেকে ১৯৯৭ পর্যন্ত মাত্র তিনবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপর দীর্ঘ ২৮ বছর ধরে শাকসু কার্যক্রম স্থগিত ছিল।

এদিকে বিশ্ববিদ্যালয়ের হল সংসদ সংক্রান্ত গঠনতন্ত্রও এখনও চূড়ান্ত হয়নি। এটি দ্রুত সম্পন্ন করে নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে বলে জানানো হয়েছে।

এই ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে আবার এক ধরনের আশাবাদ ও উৎসাহ সৃষ্টি হয়েছে।