শিরোনাম
সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ সাদাপাথর লুটকাণ্ডে সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড আবেদন সুনামগঞ্জে জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যুতে সহকর্মীদের কান্না, চালকের শাস্তি দাবি প্রাথমিকে ১১ দিন, মাধ্যমিকে ১২ ও কলেজে ১৪ দিনের ছুটি সিলেটসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টি, দুপুর পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে চলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন সিলেট নগরবাসীর ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ: এসএমপি কমিশনার সিলেট নগরী থেকে হকার উচ্ছেদ নয়, নির্ধারিত স্থানে পুনঃস্থাপন করা হবে মহানগর পুলিশের চার অভিযান: চুরির মোবাইল, ভারতীয় ফুচকাসহ যা যা আটক সুনামগঞ্জে কার-মোটরসাইকেলে সংঘর্ষে ডিসি অফিসের ২ জারিকারকের মৃত্যু

https://www.emjanews.com/

9600

surplus

প্রকাশিত

১৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৯

অন্যান্য

গ্লোব বায়োটেকের ‘বঙ্গভ্যাক্স’ পেল যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ত্ব

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৯

ছবি: সংগৃহীত।

দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক আবিষ্কৃত কোভিড-১৯ টিকা ‘বঙ্গভ্যাক্স’ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্যাটেন্ট (মেধাস্বত্ব) স্বীকৃতি পেয়েছে। স্বাধীনতার পর এটি প্রথম কোনো বাংলাদেশি টিকা বা ওষুধ যা যুক্তরাষ্ট্র থেকে প্যাটেন্ট পেয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

গ্লোব বায়োটেক জানিয়েছে, করোনাভাইরাসের প্রকোপের সময় বিশ্ব যখন দিশেহারা, তখন জাতীয় প্রয়োজনে তারা গবেষণা শুরু করে। বিজ্ঞানী কাকন নাগ ও নাজনীন সুলতানা তত্ত্বাবধানে তৈরি হয় কোভিড-১৯ শনাক্তকরণ কিট, ওষুধ এবং টিকা। এর ফলেই আবিষ্কৃত হয় বিশ্বের প্রথম এক ডোজের কার্যকর এমআরএনএ টিকা বঙ্গভ্যাক্স।

সংস্থার তথ্য অনুযায়ী- ২০২০ সালে বঙ্গভ্যাক্সের সম্পূর্ণ কোডিং সিকুয়েন্স যুক্তরাষ্ট্রের এনসিবিআই ডেটাবেসে প্রকাশিত হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল ভ্যাকসিন ও সায়েন্টিফিক রিপোর্টস-এ গবেষণাপত্র প্রকাশিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে কোভিড-১৯ ভ্যাকসিন তালিকায় অন্তর্ভুক্ত করে। বানরের ওপর পরিচালিত ট্রায়ালে বঙ্গভ্যাক্স নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়, যা দেশের ইতিহাসে প্রাণীর ওপর পরিচালিত প্রথম ভ্যাকসিন ট্রায়াল।

গ্লোব বায়োটেক ২০১৫ সালে গ্লোব ফার্মাসিউটিক্যাল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ক্যান্সার, আর্থ্রাইটিস, রক্তস্বল্পতা, উচ্চ রক্তচাপ, অটোইমিউন রোগসহ বিভিন্ন দুরারোগ্য রোগের চিকিৎসায় নতুন প্রজন্মের ওষুধ ও বায়োলজিক্স উদ্ভাবনের লক্ষ্য নিয়ে কাজ করে।

প্রতিষ্ঠানটি দাবি করছে, বঙ্গভ্যাক্স এক ডোজেই করোনার বিভিন্ন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর। টিকাটি তৈরি করতে ন্যানোটেকনোলজি-ভিত্তিক নিজস্ব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে এমআরএনএ ছাড়াও ডিএনএ, প্রোটিন সাবইউনিট, নিষ্ক্রিয় ভাইরাস বা রিকম্বিন্যান্ট ভাইরাসভিত্তিক টিকা তৈরি সম্ভব হবে। পাশাপাশি ক্যান্সার ও ডায়াবেটিসের মতো রোগের আধুনিক ওষুধ তৈরিতেও এর প্রয়োগ সম্ভব।

গ্লোব বায়োটেকের মতে, প্যাটেন্টের স্বীকৃতি বাংলাদেশের জনস্বাস্থ্য সুরক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখবে। দেশীয়ভাবে উৎপাদিত হলে কম খরচে জনগণকে কার্যকর ভ্যাকসিন সরবরাহ সম্ভব হবে। একই সঙ্গে বিদেশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জন এবং আন্তর্জাতিক স্বীকৃতিও নিশ্চিত হবে।

বিশেষজ্ঞরা এটিকে বাংলাদেশের চতুর্থ শিল্পবিপ্লবের অগ্রযাত্রায় নতুন মাত্রা হিসেবে দেখছেন।