মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণে মতবিনিময় সভা
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪২

ছবি: সংগৃহীত।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণ ও জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণকে কেন্দ্র করে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর জি টাওয়ারে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
সভার সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক গণআন্দোলনের শহিদদের স্মরণ করেন নির্বাচন কমিশনার।
তিনি বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তাই তাদের ভোটাধিকারের সুযোগ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’
তিনি জানান, এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
নির্বাচন কমিশনার জানান, প্রবাসীদের জন্য ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইনে আবেদন ও নিবন্ধনের সুযোগ রাখা হবে। নিবন্ধনের পর ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে এবং তা পূরণ শেষে ফেরত পাঠালে সরাসরি রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাবে। অনলাইনে ব্যালট ট্র্যাক করার সুবিধাও থাকবে বলে তিনি উল্লেখ করেন।
ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহানারা মনিকা বলেন, প্রবাসীদের ভোটদানকে সহজ ও সফল করতে হাইকমিশন সচেতনতামূলক কার্যক্রম চালাবে।
সভায় উপস্থিত প্রবাসীরা ভোটাধিকার নিশ্চিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন।
এক প্রবাসী শ্রমিক বলেন, ‘আমরা এতদিন ভোট থেকে বঞ্চিত ছিলাম। এবার ভোট দিতে পারবো জেনে আনন্দিত।’
একজন শিক্ষার্থী বলেন, ‘বিদেশে থেকেও দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখার সুযোগ আমাদের জন্য গর্বের।’ তবে তারা প্রক্রিয়াটি আরও সহজ করার দাবি জানান।
কমিউনিটি নেতা তালহা মাহমুদ বলেন, ‘ভোট দেওয়া আমাদের নাগরিক অধিকার। তবে এনআইডি ও নিবন্ধনের প্রক্রিয়া দ্রুত করা জরুরি।’
সভা শেষে নির্বাচন কমিশনার প্রবাসীদের হাতে স্মার্টকার্ড বিতরণ করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। এতে প্রবাসী কমিউনিটি প্রতিনিধি, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন।
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, মালয়েশিয়ায় যারা এখনও জাতীয় পরিচয়পত্র পাননি, তাদের জন্য নতুন ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি বিতরণ কার্যক্রম চলছে। প্রবাসীরা consular.kualalumpur@gmail.com
ঠিকানায় যোগাযোগ বা সরাসরি হাইকমিশনে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন করতে পারবেন।
বিশ্লেষকরা মনে করছেন, প্রবাসীদের ভোটাধিকারের এই উদ্যোগ গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। তবে পোস্টাল ভোটিং প্রক্রিয়াটি নির্ভুল, স্বচ্ছ ও সহজ করার ওপর জোর দেন তারা।