আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ, একাদশে পরিবর্তনের আভাস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪০
এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে এই ম্যাচে জয় পেলেও সুপার ফোরে ওঠা নিশ্চিত নয় লাল-সবুজদের। হংকংয়ের বিপক্ষে বড় জয় না পাওয়া এবং শ্রীলঙ্কার কাছে হারের কারণে বাংলাদেশ এখন নানান হিসাব-নিকাশের মধ্যে রয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ (সোমবার) রাত ৮টা ৩০ মিনিটে, আবুধাবিতে।
ওপেনিংয়ে পরিবর্তনের সম্ভাবনা কম
হংকংয়ের বিপক্ষে পারভেজ হোসেন ও তানজিদ হাসানের জুটি মাত্র ২৪ রানের ছিল। শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যর্থ হয়েছেন দুজন। সর্বশেষ ১১ ইনিংসে উদ্বোধনী জুটি পঞ্চাশ ছুঁতে পারেনি বাংলাদেশ। তবুও আফগানিস্তানের বিপক্ষে এ দুই তরুণ ওপেনারই নামার সম্ভাবনা বেশি। তিন নম্বরে থাকবেন অধিনায়ক লিটন দাস।
চারে হৃদয় নাকি সাইফ?
দীর্ঘদিন ধরেই ছন্দে নেই তাওহিদ হৃদয়। সর্বশেষ ১৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে কোনো ফিফটি নেই তাঁর। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজে হৃদয়ের জায়গায় সুযোগ পেয়ে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সাইফ হাসান। তাই আজকের ম্যাচে হৃদয়ের জায়গায় সাইফকে দেখা যেতে পারে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচ বিবেচনায় টিম ম্যানেজমেন্ট হয়তো আবারও হৃদয়ের ওপর ভরসা রাখতে পারে।
মিডল অর্ডার ও অলরাউন্ডাররা
শেষ ম্যাচে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া শামীম হোসেন ও জাকের আলীর জায়গা প্রায় নিশ্চিত। স্পিন অলরাউন্ডার হিসেবে থাকবেন মেহেদী হাসান।
বোলিং আক্রমণে বদল
লেগ স্পিনার রিশাদ হোসেন সাম্প্রতিক ছয় ইনিংসের মধ্যে চারটিতেই উইকেটশূন্য। এ কারণে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে দলে নেওয়ার কথা ভাবছে ম্যানেজমেন্ট। তিনি ব্যাট হাতেও অবদান রাখতে পারেন।
শ্রীলঙ্কা ম্যাচে বাদ পড়া পেসার তাসকিন আহমেদ আজ ফিরতে পারেন। তিনি ফিরলে বাঁহাতি শরীফুল ইসলামের জায়গা হারানোর সম্ভাবনা বেশি। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসানও থাকবেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়/সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন/নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ।
