বিশ্বনাথে বোনের নাম বাদ দিয়ে নামজারি করতে গিয়ে দন্ডিত যুবক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৫

ছবি: সংগৃহীত।
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উত্তরাধিকারি সনদে স্বেচ্ছায় এক বোনের তথ্য গোপন করে জমি নামজারি করতে গিয়ে অর্থদন্ড আর কারাদন্ডে দন্ডিত হতে হয়েছে এক যুবক।
ওই যুবক বিশ্বনাথ ইউনিয়নের বাওনপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে সোহেল আহমদ (৪২)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ উপজেলা ভূমি অফিসে তথ্য গোপন করে নামজারি করতে গিয়ে ধরা পড়েন।
এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘উত্তরাধিকারি সনদে স্বেচ্ছায় এক বোনের তথ্য গোপন করে নিজের নামে ভূমি নামজারি করার জন্য অসত্য তথ্য প্রদান করে
সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উভয়দন্ডে দন্ডিত করা হয়েছে।’