শিরোনাম
কলকাতার সংবাদে বিএনপি–জামায়াতের নতুন টানাপোড়েন লালদিঘি হকার্স মার্কেট পরিদর্শনে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক এবার সুনামগঞ্জের স্কুলের শ্রেণীকক্ষে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত ‘কোন আসনে গ্রিন সিগন্যাল নয়, ঐক্যবদ্ধ লড়াইয়ের নির্দেশ তারেক রহমানের’ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য সরকার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে- প্রধান উপদেষ্টা কোম্পানীগঞ্জে ধলাই নদীর চার বালু লুটেরা আটক শাহী ঈদগাহ ক্যাম্পাসের শিক্ষার্থীর আত্মহত্যা: প্রশাসনের তদন্ত কমিটি সিলেটে ৩০ টি স্ট্যান্ডে নির্দিষ্টসংখ্যক অটোরিকসা রাখার নির্দেশ , অমান্যে জরিমানা সিলেটে শামসুদ্দিন হাসপাতালের নামে চাকরির ভুয়া বিজ্ঞাপন

https://www.emjanews.com/

9750

law-justice

প্রকাশিত

১৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩১

আইন আদালত

দেওয়ানি ও ফৌজদারি আদালত পৃথক করার সিদ্ধান্ত

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩১

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে পৃথক করা হলো।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সরকারের আশা, এ সিদ্ধান্তে মামলা নিষ্পত্তির গতি বাড়বে এবং দীর্ঘদিনের মামলাজট অনেকাংশে কমে আসবে।

জানা যায়, এতদিন জেলা আদালতগুলোতে যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও জেলা জজরা একইসঙ্গে দেওয়ানি ও ফৌজদারি (দায়রা) মামলার বিচার করে আসছিলেন। একই বিচারকের ওপর দ্বৈত দায়িত্ব থাকায় মামলাজট ও বিচারিক দীর্ঘসূত্রতা ক্রমশ বেড়ে যাচ্ছিল।

বর্তমানে দেশের অধস্তন আদালতগুলোতে বিচারাধীন দেওয়ানি মামলা প্রায় ১৬ লাখ এবং ফৌজদারি মামলা প্রায় ২৩ লাখ। ফৌজদারি মামলা বেশি হওয়া সত্ত্বেও একই বিচারকের উভয় দায়িত্ব পালনের কারণে মামলাজট নিরসন কার্যত ব্যাহত হচ্ছিল।

এই প্রেক্ষাপটে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ২০৩টি অতিরিক্ত দায়রা আদালত এবং ৩৬৭টি যুগ্ম দায়রা আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। এসব আদালতে বিচারকরা কেবল ফৌজদারি মামলার বিচার করবেন। ফলে বিচারকদের দ্বৈত দায়িত্বের অবসান ঘটবে এবং প্রত্যাশিত গতিতে বিচারিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এই যুগান্তকারী পদক্ষেপের ফলে জেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক হয়ে যাবে। এতে করে উভয় ধরনের মামলার নিষ্পত্তির হার বহুলাংশে বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের মামলাজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।