https://www.emjanews.com/

9788

sylhet

প্রকাশিত

২০ সেপ্টেম্বর ২০২৫ ১১:১০

আপডেট

২১ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫৮

সিলেট

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের উৎসবে দ্বিতীয় দিনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১১:১০

ছবি: সংগৃহীত।

সিলেট নগরীর শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আয়োজনে ১৪৩২ বঙ্গাব্দের মহালয়া উৎসবের দ্বিতীয় দিনের কর্মসূচি সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। তিনি বলেন, ‘স্বেচ্ছায় এই রক্তদানের কারণে অনেক মুমূর্ষু রোগীর প্রাণ রক্ষা পাবে।’

রক্তদান কর্মসূচি উপ-কমিটির আহ্বায়ক ইমিগ্রেশন এডভাইজার নিরঞ্জন চন্দ্র চন্দ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ব্যাংকার অরুণ কুমার বিশ্বাস এবং আবৃত্তিশিল্পী সেঁজুতি পাল চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা. মৃগেন কুমার দাশ চৌধুরী, সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, শাবিপ্রবির প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, পরিষদের সভাপতি এপেক্সিয়ান জি.ডি. রুমু, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, পরিষদের সহসভাপতি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস ও সাধারণ সম্পাদক ব্যাংকার দীপক কুমার দাশ প্রমুখ।
মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়।

সকাল ১০টায় মাতৃসঙ্গীত প্রতিযোগিতায় - সভাপতিত্ব করেন অব. শিক্ষয়িত্রী শিলা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

বিকেল ৪টায় নৃত্য প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু। প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি সিলেটের আঞ্চলিক প্রধান সৈয়দ আরব আলী।

বিকেল সাড়ে ৪টায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন পরিষদের সভাপতি এপেক্সিয়ান জি.ডি. রুমু ও সাধারণ সম্পাদক দীপক কুমার দাশ। প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

সন্ধ্যা ৭টায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন কবি তারেশ কান্তি তালুকদার। প্রধান অতিথি ছিলেন কবি পুলিন রায়।

রাত সাড়ে ৮টায় বক্তৃতা প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ববিতা বর্মণ। প্রধান অতিথি ছিলেন অব. মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন রায়।

আগামী দিনের কর্মসূচি

শনিবার (২০ সেপ্টেম্বর) উৎসবের তৃতীয় দিনে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে শ্রীশ্রী চণ্ডীপাঠ প্রতিযোগিতা। বিকেলে সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় সমাজের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে একাধিক স্মৃতিবৃত্তি প্রদান করা হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে ধামাইল প্রতিযোগিতা।

উৎসব সফল করতে বৃহত্তর সিলেটের দল-মত নির্বিশেষে মহামায়ার ভক্তদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন পরিষদের প্রধান সমন্বয়কারী অব. শিক্ষক স্বপন চক্রবর্তী, সভাপতি এপেক্সিয়ান জি.ডি. রুমু এবং সাধারণ সম্পাদক ব্যাংকার দীপক কুমার দাশ।