https://www.emjanews.com/

9797

sylhet

প্রকাশিত

২০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৫

আপডেট

২১ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫২

সিলেট

দুর্গোৎসবের আগে ওরাঁও সম্প্রদায়ের পাশে দাঁড়াল শাশ্বত ৯২ বন্ধু ফোরাম

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৫

ছবি: সংগৃহীত।

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখল শাশ্বত ৯২ বন্ধু ফোরাম। শনিবার (২০ সেপ্টেম্বর) সিলেট নগরীর বালুচর এলাকায় ওরাঁও সম্প্রদায়ের পরিবারের জন্য আয়োজন করা হয় ‘১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ’ কর্মসূচি।

দিনব্যাপী এই আয়োজনে এলাকার নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন উৎসবমুখর পরিবেশে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির।

ফোরামের সদস্যরা জানান, দুর্গোৎসবকে কেন্দ্র করে ওরাঁও সম্প্রদায়ের পরিবারগুলোকে সহায়তার হাত বাড়ানোই তাদের মূল উদ্দেশ্য। মাত্র ১ টাকার বিনিময়ে নারী-পুরুষ ও শিশুদের হাতে শাড়ি, ধুতি, পাঞ্জাবি, থ্রি-পিস, শার্ট-প্যান্ট, বাচ্চাদের স্কুল ড্রেসসহ বিভিন্ন পূজা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ক্ষুদে শিক্ষার্থীদের জন্য খাতা, কলমসহ শিক্ষাসামগ্রীও তুলে দেওয়া হয়।

উপস্থিতরা এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় হিসেবে অভিহিত করেন।

আয়োজকরা বলেন, ‘শাশ্বত ৯২ বন্ধু ফোরাম সবসময় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পাশে থাকতে চায়। ক্ষুদে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।’

উৎসবের আনন্দ বেড়ানো ও সমাজে মানবিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করল এই আয়োজন।