শিরোনাম
কলকাতার সংবাদে বিএনপি–জামায়াতের নতুন টানাপোড়েন লালদিঘি হকার্স মার্কেট পরিদর্শনে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক এবার সুনামগঞ্জের স্কুলের শ্রেণীকক্ষে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত ‘কোন আসনে গ্রিন সিগন্যাল নয়, ঐক্যবদ্ধ লড়াইয়ের নির্দেশ তারেক রহমানের’ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য সরকার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে- প্রধান উপদেষ্টা কোম্পানীগঞ্জে ধলাই নদীর চার বালু লুটেরা আটক শাহী ঈদগাহ ক্যাম্পাসের শিক্ষার্থীর আত্মহত্যা: প্রশাসনের তদন্ত কমিটি সিলেটে ৩০ টি স্ট্যান্ডে নির্দিষ্টসংখ্যক অটোরিকসা রাখার নির্দেশ , অমান্যে জরিমানা সিলেটে শামসুদ্দিন হাসপাতালের নামে চাকরির ভুয়া বিজ্ঞাপন

https://www.emjanews.com/

9808

sports

প্রকাশিত

২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৬

খেলাধুলা

এশিয়া কাপ

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৬

এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোর পর্বে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শেষ ম্যাচ থেকে দলে দুটি পরিবর্তন এনেছে টাইগাররা। বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। তাঁদের জায়গায় একাদশে ফিরেছেন অফ স্পিনার মেহেদী হাসান ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। জয়ের লক্ষ্যে আজ পাঁচজন বিশেষজ্ঞ বোলার খেলাচ্ছে বাংলাদেশ।

অন্যদিকে শ্রীলঙ্কা অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে। উল্লেখযোগ্য হলো, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বাবার মৃত্যু সংবাদ পেয়ে দেশে ফিরে গিয়েছিলেন স্পিনার দুনিত ভেল্লালাগে। বাবার শেষ যাত্রায় অংশ নিয়ে সকালে আবার আমিরাতে ফিরে এসেছেন তিনি। রাতেই মাঠে নেমে পড়েন এই তরুণ স্পিনার।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা।