শিরোনাম
কলকাতার সংবাদে বিএনপি–জামায়াতের নতুন টানাপোড়েন লালদিঘি হকার্স মার্কেট পরিদর্শনে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক এবার সুনামগঞ্জের স্কুলের শ্রেণীকক্ষে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত ‘কোন আসনে গ্রিন সিগন্যাল নয়, ঐক্যবদ্ধ লড়াইয়ের নির্দেশ তারেক রহমানের’ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য সরকার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে- প্রধান উপদেষ্টা কোম্পানীগঞ্জে ধলাই নদীর চার বালু লুটেরা আটক শাহী ঈদগাহ ক্যাম্পাসের শিক্ষার্থীর আত্মহত্যা: প্রশাসনের তদন্ত কমিটি সিলেটে ৩০ টি স্ট্যান্ডে নির্দিষ্টসংখ্যক অটোরিকসা রাখার নির্দেশ , অমান্যে জরিমানা সিলেটে শামসুদ্দিন হাসপাতালের নামে চাকরির ভুয়া বিজ্ঞাপন

https://www.emjanews.com/

9816

sports

প্রকাশিত

২০ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩২

খেলাধুলা

এশিয়া কাপ

শানাকার তাণ্ডবে চ্যালেঞ্জিং টার্গেটের মুখে বাংলাদেশ

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩২

ছবি: দাসুন শানাকা

এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের প্রথম ম্যাচে দাসুন শানাকার ব্যাটিং ঝড়ে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে শ্রীলংকা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে শ্রীলংকা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৬৮ রান। ফলে ফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে, তাদের করতে হবে ১২০ বলে ১৬৯ রান।

টস জিতে বোলিংয়ে নামে বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার কুশাল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। তবে পঞ্চম ওভারে তাসকিন আহমেদের বলে নিশাঙ্কা আউট হলে শ্রীলংকার উইকেটের পতন শুরু হয়। সেই ওভারে ৮ রান খরচ করে তাসকিন নেন গুরুত্বপূর্ণ উইকেট।

এরপর শ্রীলংকা শিবিরে জোড়া আঘাত হানেন শেখ মাহেদী হাসান। তিনি ফেরান ওপেনার কুশাল মেন্ডিস ও কামিল মিশারাকে।

দলীয় ৯৭ রানে কুশাল পেরেরা মোস্তাফিজুর রহমানের শিকার হলে শ্রীলংকার সংগ্রহ দাঁড়ায় চাপে।

তবে মাঝখানে হাল ধরেন দাসুন শানাকা। শুরুতে সতর্ক থাকলেও পরে আগ্রাসী হয়ে ওঠেন তিনি। নাসুম আহমেদের এক ওভারেই হাঁকান দুই ছক্কা ও এক চার, তুলে নেন ১৭ রান। এরপর শরীফুল ইসলামের ওভারে হাঁকান টানা দুই ছক্কা। শেষ পর্যন্ত ৩৭ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৩টি চার ও ৬টি ছক্কা।

শানাকার ব্যাটিং তাণ্ডবেই শ্রীলংকা নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ দাঁড় করায় ৭ উইকেটে ১৬৮ রান।

ফাইনালে জায়গা করে নিতে হলে এই ম্যাচসহ সুপার ফোরে অন্তত দুই ম্যাচ জিততে হবে বাংলাদেশকে।

পরবর্তী ম্যাচগুলোতে প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান।