https://www.emjanews.com/

9836

sylhet

প্রকাশিত

২১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৬

আপডেট

২২ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৮

সিলেট

সাদাপাথর লুট-কাণ্ডে সাহাব উদ্দিনেরে এক দিনের রিমান্ড

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৬

ফাইল ছবি

সিলেটে আলোচিত পাথর লুটকাণ্ডসহ একাধিক মামলায় জড়িত কোম্পানীগঞ্জ উপজেলার বহিষ্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাকে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলি আদালত-৭ এর বিচারক ধ্রুব জ্যোতি পালের আদালতে হাজির করা হয়। এসময় পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে রাতেই তাকে সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব জানায়, সাহাব উদ্দিনের বিরুদ্ধে আলোচিত সাদা পাথর লুট ছাড়াও চাঁদাবাজি ও দখলবাজিসহ মোট সাতটি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ১১ আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের দলীয় সব পদ স্থগিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, “চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগ” এর ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গ্রেফতারকৃত সাহাব উদ্দিন ভোলাগঞ্জ এলাকার মৃত আব্দুল বারীর ছেলে। তিনি সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।