https://www.emjanews.com/

9864

sylhet

প্রকাশিত

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫১

আপডেট

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৯

সিলেট

সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান, বহু যানবাহন আটক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫১

ছবি: ইমজা নিউজ

সড়ক শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিশেষ অভিযান চলছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে অভিযান পরিচালিত হয়।

সকাল থেকেই মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার এবং পাঠানটুলা এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে তল্লাশি শুরু করেন। এসময় সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়।

পুলিশ জানায়, অভিযান চলাকালীন ২০টি অবৈধ যানবাহন আটক করা হয়েছে এবং এগুলো ডাম্পিংয়ে নেওয়া হয়েছে। অভিযানে সরাসরি অংশ নেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কমিশনার বলেন, ‘নগরবাসীর ভোগান্তি কমানো, যানজট নিরসন এবং দুর্ঘটনা রোধই এই অভিযানের মূল উদ্দেশ্য। অবৈধ যানবাহন সরাতে আমরা আগেই সময় দিয়েছি, মাইকিংও করেছি। এরপরও যারা নির্দেশনা মানছে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এসএমপি জানিয়েছে, এই অভিযান নগরীর যানজট ও সড়ক দুর্ঘটনা কমানোতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে এবং শহরের সড়ক শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে চলমান থাকবে।