https://www.emjanews.com/

9974

international

প্রকাশিত

২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৭

আপডেট

২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৯

আন্তর্জাতিক

আমি পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেব না- ডোনাল্ড ট্রাম্প

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৭

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাকে অনুমোদন দেবেন না। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমি পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেব না, কোনোভাবেই না। এটা হবে না। যথেষ্ট হয়েছে, এবার থামতে হবে।’

ইসরায়েলের কিছু উগ্র ডানপন্থী নেতা দীর্ঘদিন ধরে পশ্চিম তীরকে দেশটির সঙ্গে যুক্ত করে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন। তাঁদের দাবি ছিল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পরিকল্পনাকে ব্যর্থ করার। তবে ট্রাম্প সেই প্রস্তাব নাকচ করে দিলেন।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি নিয়ে তীব্র চাপের মুখে আছেন। আরব নেতারা পশ্চিম তীর যুক্তকরণ পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের কয়েকজন সম্প্রতি জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন।

ট্রাম্পের এই অবস্থান ঘোষণার সময় নিউইয়র্কে যাচ্ছিলেন নেতানিয়াহু। তিনি আজ (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, জাতিসংঘ থেকে দেশে ফিরে ট্রাম্পের বক্তব্যের জবাব দেবেন প্রধানমন্ত্রী।

পশ্চিম তীর ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলের দখলে যায়। এরপর থেকেই সেখানে ইসরায়েলি বসতি স্থাপন ক্রমাগত বাড়ছে। বর্তমানে প্রায় ২৭ লাখ ফিলিস্তিনির পাশাপাশি প্রায় ৭ লাখ ইসরায়েলি সেখানে বসবাস করছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশির ভাগ দেশ এই দখলদারিকে স্বীকৃতি দেয় না এবং বসতিগুলোকে আন্তর্জাতিক আইনে অবৈধ মনে করে। তবে ইসরায়েল সবসময়ই এ অবস্থানের বিরোধিতা করেছে।

সম্প্রতি ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা দ্বিরাষ্ট্রীয় সমাধানকে টিকিয়ে রাখার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। কিন্তু ইসরায়েল এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।

আরব ও মুসলিম দেশগুলো সতর্ক করে বলেছে, পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পরিণতি ভয়াবহ হতে পারে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ মন্তব্য করেছেন, ‘ট্রাম্প বিষয়টি ভালোভাবেই বুঝতে পারছেন।’