https://www.emjanews.com/

10322

sylhet

প্রকাশিত

০৯ অক্টোবর ২০২৫ ১৫:৫৭

আপডেট

০৯ অক্টোবর ২০২৫ ১৬:০২

সিলেট

বিয়ানীবাজারে ইলেকট্রিক মিস্ত্রী সুনীল আচার্যের মৃ*ত্যু রহ*স্য উদঘাটনে তৎপর পুলিশ

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ ১৫:৫৭

ছবি: সংগৃহীত।

সিলেটের বিয়ানীবাজার পৌরসভার খাসা এলাকায় একটি পরিত্যক্ত স্থান থেকে সুনীল আচার্য (৫০) নামের ইলেকট্রিক মিস্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশ ও ডিবি যৌথভাবে হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে। ঘটনাস্থল এবং আশপাশে দফায়-দফায় তদন্ত ও পরিদর্শন পরিচালনা করা হচ্ছে।

নিহত সুনীল আচার্য গত ২রা অক্টোবর বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। তিনি খাসা গ্রামের মৃত সুখময় আচার্যের ছেলে এবং এলাকায় ইলেকট্রিক কাজ করে সংসার চালাতেন। স্থানীয়দের মতে, তাঁর বা পরিবারের কারো সঙ্গে কোনো বিরোধ ছিল না। নিখোঁজ হওয়ার আগে তিনি কসবা ত্রিমুখি বাজার থেকে মধ্যরাতে মুদি দোকান থেকে সিগারেট কিনেছিলেন।

নিহতের ভাই বকুল আচার্য জানিয়েছেন, তারা হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করবেন। তিনি বলেন, ‘লাশের অবস্থা দেখে মনে হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড।’

প্রাথমিক তদন্তে পুলিশ উল্লেখ করেছে, মরদেহের সঙ্গে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, তবে মানিব্যাগ পাওয়া যায়নি। মরদেহের অবস্থা ছিল পচন ধরানো; শরীরে ফুঁলা ভাব, হাতের একটি অংশে কাটার দাগ এবং অন্ডকোষ অতিরিক্ত ফোলা দেখা গেছে। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামান জানিয়েছেন, রহস্য উদঘাটনে তারা বেশ এগিয়েছে এবং মামলার পর তদন্ত জোরদার করা হবে।

এদিকে, কসবা-খাসা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। এলাকাবাসী নিহতের পরিবারকে সহায়তা করছেন। স্থানীয় গোলাবশাহ যুব সংঘ নগদ অনুদান প্রদান করেছে এবং গ্রামবাসীও পরিবারকে সর্বাত্মক সমর্থন এবং সহায়তার আশ্বাস দিয়েছে।