বিশ্বনাথে বিএনপির ইলিয়াসপত্নী লুনা ও হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ ২২:৪০
ছবি: ইমজা নিউজ
সিলেটের বিশ্বনাথ পৌর সদরে বিএনপির দুই উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসীনা রুশদী লুনা ও মো. হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে।
বিশ্বনাথ থানা পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে বাসিয়া ব্রিজের দু’পারে দুই মনোনয়নপ্রত্যাশীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। পুলিশের পক্ষ থেকে বিবদমান দুই গ্রুপকে নিবৃত করার চেষ্টা চলছে।
এদিকে সূত্র জানায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা উপদেষ্টা মো. হুমায়ুন কবিরের নির্বাচনী সমাবেশ ছিল দৌলতপুর ইউনিয়নে। সন্ধ্যায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হুমায়ুন কবির বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত নেতাকর্মীদের নিয়ে সিলেটের বিশ্বনাথে সভা-সমাবেশ করছেন। এ ঘটনায় স্থানীয় বিএনপির মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছিল। এসব নেতাদের প্রায় সকলেই আওয়ামী সরকারের সুবিধাভোগী হিসেবে তৃণমূল নেতাকর্মীদের কাছে অভিযুক্ত। তাদের অধিকাংশই আওয়ামী সখ্যতাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের সকল নির্বাচনে অংশ নেওয়ায় দল থেকে বহিস্কৃত হয়েছিলেন। অনেকে প্রাথমিক সদস্যপদও হারিয়েছিলেন।

বিএনপি থেকে বহিস্কৃত নেতৃবৃন্দকে নিয়ে সমাবেশকে ঘিরে গতকাল থেকেই গোটা বিশ্বনাথ পৌর সদরে ইলিয়াসপন্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
আজ মো. হুমায়ুন কবিরের সমাবেশ শেষে উভয় পক্ষের লোকজন বিশ্বনাথ উপজেলা সদরে ফিরলে রাত সাড়ে ৯টার দিকে মো. হুমায়ুনপন্থীরা মিছিল বের করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। রাত সাড়ে ১০টা পর্যন্ত এ সংঘর্ষ চলছিল।

পরে রাত পৌনে ১১টার দিকে সেনাবাহিনীর টহল দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
