সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই ব্রিজ রক্ষায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে বালুভর্তি ১১টি বারকি নৌকা, ১টি লিস্টার নৌকা ও ১টি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর ২০২৫) ভোর ৬টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নেতৃত্বে ধলাই নদীর ব্রিজসংলগ্ন এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ব্রিজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সংশ্লিষ্ট নৌকা ও যানবাহনগুলোকে আটক করে প্রশাসন।
অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখসহ পুলিশের একটি দল।
ওসি রতন শেখ বলেন, “ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানে একাধিক নৌকা ও ট্রাক্টর আটক করা হয়েছে। এসব কার্যক্রম অব্যাহত থাকবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিন মিয়া জানান, ধলাই ব্রিজের নিচে বালু উত্তোলনের ফলে ব্রিজের স্থায়িত্ব ও জননিরাপত্তা হুমকির মুখে পড়ে। তাই প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, “ব্রিজের নিচে বা সংলগ্ন এলাকায় কোনোভাবেই বালু উত্তোলন করা যাবে না। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ধলাই নদীর বিভিন্ন পয়েন্টে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং ধলাই ব্রিজসহ আশপাশের অবকাঠামোর ওপর পড়ছে মারাত্মক প্রভাব।
