https://www.emjanews.com/

10357

sylhet

প্রকাশিত

১০ অক্টোবর ২০২৫ ১৪:১৩

আপডেট

১০ অক্টোবর ২০২৫ ১৫:১৫

সিলেট

জকিগঞ্জ বিজিবি’র বিশেষ অভিযান: ভারতীয় মদ ও গরু জব্দ

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ ১৪:১৩

ছবি: সংগৃহীত।

 জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ১০ অক্টোবর দুইটি পৃথক বিশেষ অভিযানে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় মদ ও গরু জব্দ করেছে।

প্রথম অভিযানে, কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ১ কিমি বাংলাদেশ অভ্যন্তরে বড়বন্দবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল ভারতীয় মদ ও ১টি সিএনজি জব্দ করে। এসব মালামালের সিজার মূল্য ধরা হয়েছে ৫,৫১,০০০ টাকা।

অন্য অভিযানে, জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপির টহল দল সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে জমদোয়ার এলাকায় অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু আটক করে। এ গরুর সিজার মূল্য ৪,২০,০০০ টাকা।

উভয় অভিযানের মাধ্যমে মোট ৯,৭১,০০০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) চোরাচালান রোধ ও সীমান্ত সুরক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং গরু কাস্টমসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

লেঃ কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার জানান, সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।