https://www.emjanews.com/

10358

international

প্রকাশিত

১০ অক্টোবর ২০২৫ ১৪:২৭

আপডেট

১০ অক্টোবর ২০২৫ ১৫:১৪

আন্তর্জাতিক

‘ওবামা কিছু না করেই নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন,আমি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছি’- ট্রাম্প

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ ১৪:২৭

ছবি: সংগৃহীত।

ওয়াশিংটন, ১০ অক্টোবর - মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল শান্তি পুরস্কারের সমালোচনা করেছেন। ট্রাম্প অভিযোগ করেছেন, ওবামা ‘কিছুই করেননি’ বরং ‘আমাদের দেশ ধ্বংস করেছেন।’ খবর এনডিটিভি’র।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি গাজায় শান্তি প্রতিষ্ঠা ও আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন, তবে এসব কাজ তিনি কোনো পুরস্কারের আশায় করেননি। তিনি বলেন, ‘ওবামা কিছুই না করে নোবেল পেয়েছিলেন। তিনি জানতেনই না কেন এটি পান। তারা ওবামাকে এটি দিয়েছে শুধু আমাদের দেশকে ধ্বংস করার বিনিময়ে।’

উল্লেখ্য, ২০০৯ সালে প্রেসিডেন্ট হওয়ার মাত্র আট মাসের মধ্যে ওবামা নোবেল শান্তি পুরস্কার পান। তখন এই সিদ্ধান্ত অনেকের কাছে বিস্ময়কর ছিল। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসও লিখেছিল, এই স্বীকৃতি ‘অত্যন্ত আগাম’ এবং নোবেল পুরস্কারের জন্য ‘কঠোর মানদণ্ড থাকা উচিত।’