https://www.emjanews.com/

10384

sylhet

প্রকাশিত

১১ অক্টোবর ২০২৫ ০০:৫৩

আপডেট

১১ অক্টোবর ২০২৫ ১০:২৭

সিলেট

বিয়ানীবাজারের সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিন আর নেই

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ ০০:৫৩

ছবি: সংগৃহীত।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও তিলপারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, দাসউরা সারংবাড়ী গ্রামের কৃতি সন্তান এমাদ উদ্দিন  হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
এমাদ উদ্দিন দীর্ঘদিন ধরে তিলপারা ইউনিয়ন ও বিয়ানীবাজার উপজেলায়  আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ।
তিনি তিলপারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকায় বহু উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেন।
পরিবার সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মরহুমের মরদেহ আসার পর ( জোহরের নামাজের পর)  দাসউরা সিনিয়র মাদ্রাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। 
তাঁর মৃত্যুতে পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সকলের কাছে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।