সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৭ মামলার পলাতক আসামি ও দাগী মাদক কারবারি রহমত আলী (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটক রহমত আলী কোম্পানীগঞ্জ উপজেলার পড়ুয়া লামাপাড়া গ্রামের মৃত আরজ আলীর পুত্র।
শনিবার (১১ অক্টোবর) সকালে জনগণের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।
ওসি রতন শেখ জানান, রহমত আলী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৭টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রহমত আলী এলাকার অন্যতম মাদক কারবারি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার গ্রেফতারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আটক রহমত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
