https://www.emjanews.com/

10867

weather

প্রকাশিত

২৭ অক্টোবর ২০২৫ ১৩:৪২

আপডেট

২৭ অক্টোবর ২০২৫ ১৩:৫২

আবহাওয়া

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘মোন্থা’ শক্তিশালী হচ্ছে

২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ ১৩:৪২

ছবি: সংগৃহীত।

দক্ষিণপূর্ব ও দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি এখন ঘূর্ণিঝড় ‘মোন্থা’ নামে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

সোমবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় প্রকাশিত বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘূর্ণিঝড়ের অবস্থান

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাত সাড়ে ৩টার সময় ঘূর্ণিঝড় ‘মোন্থা’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩৬০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,৩০০ কিলোমিটার, মোংলা থেকে ১,২৮০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,২৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ‘মোন্থা’ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা বা রাতের দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

বাতাসের গতি ও সাগরের অবস্থা

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর অত্যন্ত উত্তাল রয়েছে।

সতর্কতা ও নির্দেশনা

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়ার সাম্প্রতিক অবস্থা

আবহাওয়া অধিদপ্তরের সোমবার সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ঘূর্ণিঝড় ‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যার আংশিক প্রভাব বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও পড়ার আশঙ্কা রয়েছে।