https://www.emjanews.com/

11406

tourism

প্রকাশিত

১৪ নভেম্বর ২০২৫ ২০:২১

পর্যটন

৩ বছর পর জলে ফিরছে শতবর্ষী স্টিমার

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫ ২০:২১

ছবি: পি এস মাহসুদ স্টিমার

প্রায় তিন বছর বন্ধ থাকার পর পি এস মাহসুদ স্টিমার আবারও ঢাকা–বরিশাল নৌপথে চলাচলের জন্য প্রস্তুত। ১৫ নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের পর ২১ নভেম্বর থেকে যাত্রা শুরু হবে।

একসময় ঢাকার সদরঘাট থেকে বাগেরহাটের মোরেলগঞ্জ পর্যন্ত চলাচল করা এই শতবর্ষী স্টিমারটি পদ্মা সেতু চালু হওয়ায় ২০২২ সালে বন্ধ হয়ে যায়। এরপর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ৭০ লাখ টাকা ব্যয়ে এটিকে পুনঃসংস্কার করে নতুন রূপে সাজিয়েছে।

স্টিমারটি সপ্তাহে এক দিন শুক্রবার সকাল ৮টায় ঢাকা সদরঘাট থেকে ছাড়বে এবং রাতের মধ্যেই বরিশালে পৌঁছাবে। এটি দোতলা, যেখানে ১০০-১৫০ যাত্রী একসাথে ভ্রমণ করতে পারবেন।

শীতাতপনিয়ন্ত্রিত প্রথম শ্রেণির কেবিনে দুইজনের জন্য প্রতি কেবিন ভাড়া প্রাথমিকভাবে ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় শ্রেণির কেবিনের জন্য প্রস্তাব ৪,৫০০ টাকা এবং চেয়ারে বসে যাওয়া যাত্রীদের জন্য ২ হাজার টাকা প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছে।

ভ্রমণের সময় যাত্রীদের কমপ্লিমেন্টারি নাশতা, কিডস জোন, লাইভ মিউজিক মঞ্চ, নাচ–গান বিনোদনসহ রাত কাটানোর সুবিধা থাকবে।

এছাড়া স্টিমারের নিচতলায় রাখা হয়েছে ‘হেরিটেজ কর্নার’, যেখানে শতবর্ষের ইতিহাস, পুরোনো নেভিগেশন যন্ত্রপাতি ও ঐতিহাসিক নিদর্শন প্রদর্শিত হবে।

বিআইডব্লিউটিসি জানায়, ঢাকা, বরিশাল ও চাঁদপুর অফিস থেকে টিকিট বুকিং করা যাবে। এছাড়া অনলাইনে সহজ ডটকমের মাধ্যমে টিকিট কেনার ব্যবস্থা থাকবে।

বিআইডব্লিউটিসি কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, ‘পি এস মাহসুদ কেবল একটি নৌযান নয়, এটি বাংলাদেশের নদীজ সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক। নতুন প্রজন্মকে নদীপথের ঐতিহ্য দেখানোর জন্য এটি গুরুত্বপূর্ণ।’