ছবি: সংগৃহিত
২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবে ‘জে’ গ্রুপ থেকে। অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে নিয়ে গঠিত এই গ্রুপকে অনেকেই ‘সহজ’ মনে করলেও ফুটবলের পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট অপ্টা বলছে, এটি টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী গ্রুপ বা ‘গ্রুপ অব ডেথ’।
অপ্টার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী গ্রুপ জে-র চার দলের গড় রেটিং ৭৭.১, যা সবচেয়ে বেশি। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার রেটিং ৯৭.৮। অস্ট্রিয়ার রেটিং ৭৫.৩, আলজেরিয়ার ৭২.২ এবং জর্ডানের ৬৩.১। চার দলের গড় র্যাঙ্কিং ২৯.৩।
গ্রুপ জে–র ম্যাচসূচি:
১৬ জুন: অস্ট্রিয়া বনাম জর্ডান – সানফ্রান্সিসকো বে এরিয়া, সকাল ১০টা
১৭ জুন: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া – কানসাস সিটি, সকাল ৭টা
২২ জুন: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া – ডালাস, রাত ১১টা
২৩ জুন: জর্ডান বনাম আলজেরিয়া – সানফ্রান্সিসকো বে এরিয়া, সকাল ৯টা
২৮ জুন: জর্ডান বনাম আর্জেন্টিনা – ডালাস, সকাল ৮টা
২৮ জুন: আলজেরিয়া বনাম অস্ট্রিয়া – কানসাস সিটি, সকাল ৮টা
বিশেষজ্ঞরা বলছেন, শক্তিশালী এই গ্রুপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখা সহজ হবে না। ফুটবলপ্রেমীদের চোখ এখন পুরো গ্রুপ জে-র লড়াইয়ে।
