ছবি: সংগৃহিত
দেশে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এ শৈত্যপ্রবাহের নাম দেওয়া হয়েছে ‘পরশ’।
সোমবার (৮ ডিসেম্বর) সংস্থাটির ফেসবুক পেজে পোস্ট করে এ তথ্য জানানো হয়।
বিডব্লিউওটির তথ্যে বলা হয়েছে, ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সক্রিয় থাকতে পারে শৈত্যপ্রবাহ ‘পরশ’। এই সময়ে সিলেট, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ ডিগ্রি, কুমিল্লা, নওগাঁর বদলগাছী, গোপালগঞ্জ ও কুড়িগ্রামের রাজারহাটে ১২.৫ ডিগ্রি এবং যশোর-চুয়াডাঙ্গায় ১২.৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী, কুষ্টিয়ার কুমারখালী ও পাবনার ঈশ্বরদীতে রেকর্ড হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের অধিকাংশ এলাকায় রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা জোরালো হয়েছে। সাধারণত তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নিচে নামলে শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। ৮-১০ ডিগ্রি হলে মৃদু, ৬-৮ ডিগ্রি হলে মাঝারি এবং ৪-৬ ডিগ্রি হলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।
পূর্বাভাস অনুযায়ী, চলতি ডিসেম্বর মাসে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, যার প্রকৃতি হতে পারে মৃদু থেকে মাঝারি।
