https://www.emjanews.com/

12867

weather

প্রকাশিত

০৭ জানুয়ারী ২০২৬ ১৮:৪৯

আবহাওয়া

মৌলভীবাজারে শীতের দাপট, শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা

প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬ ১৮:৪৯

ছবি: সংগৃহীত

মৌলভীবাজার জেলায় হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। এতে ভোগান্তিতে পড়েছেন জেলার নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ ও চা শ্রমিকরা।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে জেলার অন্যতম সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২ জানুয়ারি ১২ ডিগ্রি, ৩ জানুয়ারি ১২ দশমিক ২ ডিগ্রি, ৪ জানুয়ারি ৯ দশমিক ৫ ডিগ্রি, ৫ জানুয়ারি ১২ দশমিক ৫ ডিগ্রি এবং ৬ জানুয়ারি ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ও সোমবার (২৯ ডিসেম্বর) ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

গত রবিবার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি এবং শনিবার ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। টানা ঘন কুয়াশার কারণে প্রকৃত শীতের অনুভূতি আরও বেশি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে শীতের প্রকোপ বাড়ায় মৌলভীবাজার সদর হাসপাতালের বহির্বিভাগসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিনই শিশু, বৃদ্ধ, নারী ও পুরুষ- সব বয়সী মানুষ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে চিকিৎসা নিতে ভিড় করছেন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, ‘তাপমাত্রা কমে যাওয়ায় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।’ তিনি জানান, বুধবার সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।