ছবি: সংগৃহীত
শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের জনজীবন। কয়েক দিন ধরেই সূর্যের দেখা মিলছে না, ফলে দিনের বেলাতেও অনুভূত হচ্ছে তীব্র শীত। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল ৩১ ডিসেম্বর পর্যন্ত কুয়াশা ও শীতের ভোগান্তি অব্যাহত থাকতে পারে। তবে নতুন বছরের শুরুতে আবহাওয়ার কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ আশপাশের এলাকায় প্রায় একই রকম আবহাওয়া বিরাজ করবে। ঘন কুয়াশার কারণে দিনের তাপমাত্রা কম থাকবে। তবে আগামী বৃহস্পতিবার থেকে দেশের কিছু অঞ্চলে সূর্যের দেখা মিলতে পারে এবং শুক্রবার নাগাদ দেশের অধিকাংশ এলাকাতেই পর্যাপ্ত রোদের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, কুয়াশার কারণে দিনের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি অনেক বেশি হচ্ছে। সাধারণত দিনের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই শীত তীব্র হয়ে ওঠে, যা গত কয়েক দিন ধরে দেশের বেশির ভাগ এলাকাতেই পরিলক্ষিত হচ্ছে। যদিও বর্তমানে দেশে কোনো শৈত্যপ্রবাহ বইছে না, তবে সূর্যের অনুপস্থিতিতে মানুষের ভোগান্তি বেড়েছে।
এদিকে আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, নতুন বছরের শুরুতে সাময়িক স্বস্তি মিললেও আগামী ৫ জানুয়ারির পর আবার তাপমাত্রা কমে যেতে পারে। সে সময় দেশের কিছু অঞ্চলে পুনরায় শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
