শিরোনাম
‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

5776

surplus

প্রকাশিত

২৯ মে ২০২৫ ১৮:৩৪

অন্যান্য

বর্ণিল আয়োজনে সম্পন্ন হলো ‘WMC ফল উৎসব ২০২৫’

প্রকাশ: ২৯ মে ২০২৫ ১৮:৩৪

ইএন রিপোর্ট।। প্রতি বছরের ন্যায় এবারও সিলেটের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নারীশিক্ষা প্রতিষ্ঠান উইমেন্স মডেল কলেজ আয়োজন করলো ‘WMC ফল উৎসব ২০২৫’।

বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১ ঘটিকায় নগরীর কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে ফল উৎসব আয়োজন করা হয়। 

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথেমেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

উদ্বোধনী পর্বের শুরুতেই বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি অত্র কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার।

ফল-মূলের পুষ্টিগুণ, ফলের গুরুত্ব এবং সিলেটের আবহাওয়া ও মাটি উপযোগী ফলজ ও বনজ ঔষুধীগুণ সম্পন্ন বৃক্ষরোপন গুরুত্ব নিয়ে মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন সিলেট মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষিবিদ সালেহ আহমদ।

আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন রোটারী জেলা ৩২৮২ এর সাবেক গভর্নর ডা. মঞ্জুরুল হক চৌধুরী, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ রোটারী জেলা ৩২৮২ এর সাবেক গভর্নর লে. কর্নেল আতাউর রহমান পীর, পূবালী ব্যাংকের ম্যানেজার কাজী মাহবুবা, ইএসডি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জে এম এইচ জে ফেরদৌস।

ফল উৎসবে আরো উপস্থিত ছিলেন- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রণব কান্তি দেব, শিক্ষাবিদ ও সমাজসেবী নূরুল মোমিন খোকন চৌধুরী, বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাসেম, কাজী জালালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল খালিক, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমন আহমদ চৌধুরী, ব্রিটিশ বানিয়ান স্কুলের প্রিন্সিপাল মো: নিয়াজুর রহমান, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনা জাফরিন রোজী, সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, নলেজ হারবার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজমুল আনসারী, মেট্টোসিটি উইমেন্স মডেল কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দিন আলাল, গোলাপগঞ্জ বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রায়হান উদ্দিন রেহান, বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির রঞ্জন সরকার, ফেইম একাডেমি স্কুল এন্ড কলেজের পরিচালক ও প্রধান শিক্ষক মোহাম্মদ মাশুক মিয়া, সানরাইজ পাবলিক স্কুলের প্রিন্সিপাল তাহমিনা চৌধুরী, বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমীন, ব্যবসায়ী ও সংগঠক মোহাম্মদ সাবের চৌধুরী, ভয়েস অব সিলেটের সম্পাদক মো: মঈন উদ্দিন মঞ্জু, ব্রিটিশ বানিয়ান স্কুলের এডমিন তসলিমা খানম বীথি, আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের পরিচালক বিমল কর প্রমুখ।

উইমেন্স মডেল কলেজের প্রভাষক তৌফিক রাসেল এবং প্রভাষক হেলাল হামামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে ফিতা কেটে ‘ফল উৎসব ২০২৫’ এর শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে দেশী-বিদেশী ৮২ প্রজাতির ফলের প্রদর্শন হয়। প্রথম পর্ব শেষে অতিথি, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সবাইকে ফল দিয়ে আপ্যায়ন করানো হয়।

স্নিগ্ধা চক্রবর্তী ও মৌসুমী মেহরুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উইমেন্স মডেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকের প্রযোজনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

অপরাহ্ন পর্যন্ত সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষকবৃন্দ; সাংবাদিক, শিল্প ও সাহিত্য ব্যক্তিত্বের উপস্থিতি উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত।

উৎসবে আরও উপস্থিত ছিলেন ডাব্লিউএমসির অনেক সাবেক শিক্ষক ও শিক্ষার্থী।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সভাপতি উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার ‘WMC ফল উৎসব ২০২৫’ এর আনুষ্ঠানিক সমাপ্তি টানেন।

ইএন/এআর।