শিরোনাম
অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে হতাশা তৈরি হয়েছে-নাহিদ ইসলাম ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে সংঘ*র্ষে প্রা*ণ গেল যুবকের, আহ*ত ১ র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ: এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সঙ্কট ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিবো: নাহিদ ইসলাম সিলেটে এনসিপি’র পদযাত্রা শেষ, সভা চলছে এনসিপি'র নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের শাবিপ্রবিতে উষ্ণ অভ্যর্থনা আমরা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে যেতে চাই না: নাহিদ ইসলাম দক্ষিন সুরমায় এম এ মালিকের আলোচনা ও দোয়া মাহফিলে ছিলেন না সিলেট বিভাগের কোন পদধারী নেতা জুলাই যুদ্ধ শেষ হয়নি: হবিগঞ্জে নাহিদ ইসলাম

https://www.emjanews.com/

5979

surplus

প্রকাশিত

০৪ জুন ২০২৫ ২০:৩৮

অন্যান্য

টেম্পায় ৫ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট সম্পন্ন

দুইদিন ব্যাপী অনুষ্ঠানে ছিল নানা আয়োজন।

প্রকাশ: ০৪ জুন ২০২৫ ২০:৩৮

ইএন ডেস্ক।। ফ্লোরিডার টেম্পায় অনুষ্ঠিত হয়ে গেল ২ দিন ব্যাপী ৫ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ফ্যাস্টিভাল। দুইদিন ব্যাপী অনুষ্ঠানে ছিল নানা আয়োজন।

গত ২৪ শে মে সকাল ১০ টায় শুভ সুচনা হয় ১৩ টি দেশের পতাকা নিয়ে প্যারেডের মাধ্যমে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্টেট রিপ্রেজেনটেটিভ ডেভিস মুরালাস, গেস্ট অব অনার চেরী হেরিংটন, মেজর টিফানি কোল, নালানি গাজাদারশিং  ও হামিদ খান্না। 

সকালে ছিল বাচ্চাদের চিত্রাংকন প্রতিযোগিতা, টেলেন্ট শো। সকাল ১০ টা থেকে রাত ১২ টা পর্যন্ত টানা দিনব্যাপী অনুষ্ঠানে ছিল নানা আয়োজন। 

দুইদিনের ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্টের ১ম দিনের আয়োজনে ফ্লোরিডার টেম্পার আশেপাশের শহরের প্রবাসীরা সপরিবারে নিয়ে উপস্থিত হন। 

টেম্পা হাইটস ইউথ ডেভেলপমেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট এর উদ্বোধন করেন সাবেক স্টেট রিপ্রেজেনটেটিভ ডেভিস মোরালাস।

ইমিগ্রেশন, বিজনেস ল, এম্প্লয়মেন্ট এর নানা দিক নিয়ে আলোচনা করেন এটর্নী হারডেন ত্রিপাথি, রিয়েল ইস্টেট এর নানা দিক নিয়ে আলোচনা করেন মো: রবিউল আওয়াল।

দিনব্যাপী অনুষ্ঠানে রাইজিং এচিভমেন্ট এওয়ার্ড, লাইফ টাইম এওয়ার্ড এবং নিউইয়র্ক স্টেট এসেম্বলি সার্টিফিকেট প্রদান করা হয়। ইউএনও এর সাউথ এশিয়া ডেস্কের সগির খান শুভেচ্ছা বক্তব্য রাখেন ও স্পেশাল কমিউনিটি এওয়ার্ড প্রদান করেন।

৫ম ওয়ার্ল্ড ফেস্টের মুল আয়োজক কি নোট স্পীকার বিশিষ্ট রোটারিয়ান এবং বাংলাদেশের জাতীয় পর্যায়ের সংগঠক এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ইউএসএ ইনক এর প্রেসিডেন্ট তারেক মাহমুদ বলেন, আজকের এই ফেস্টকে সফল করতে অগনিত মানুষের সহযোগিতা রয়েছে। নানা শহরের স্পন্সররা এগিয়ে এসেছেন। এবার অনেক নতুন নতুন সেগমেন্ট যুক্ত হয়েছে। আমরা আগামীতে এটাকে আরো সুন্দর সুশৃঙ্খল করে তুলব। ভাল ভেন্যু এবং ভাল লোকেশনে ফ্লোরিডাতেই হবে ফেস্ট।

তারেক মাহমুদ আরও বলেন, আমাদের চেষ্টা থাকবে আরো বেশী প্রবাসীদের সম্পৃক্ত করার। সকলের সহযোগিতা চাইব আগামীতেও।

এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফোয়ার এন্ড ফেস্ট ইউএসএ ইনক সেক্রেটারী সোহেল চৌধুরী বলেন, আমাদের চেস্টার ত্রুটি ছিল না৷ আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে যাব। 

আরো বক্তব্য রাখেন ওর্গানাইজিং কমিটির চেয়ারম্যান এ কে এম মহিউদ্দিন, কনভেনর মশিউর রহমান, চেয়ারম্যান এডভাইজারী কাউন্সিল শামিম মৃধা, চীফ মেন্টর আনোয়ার হোসেন সেন্টু, মাস্টার অফ সিরেমনি নাজিবুল্লাহ লিটন, এডিশনাল চীফ এডভাইজার মিন্টু কুমার রয়, প্রেসিডেন্ট ওর্গানাইজিং কমিটি বাহার হোসেন,কো কনভেনর নাসরিন আক্তার ঝুমুর, জয়েন্ট কনভেনর ডা: মোহামদ মুক্তার আহমদ, ভাইস চেয়ারম্যান সাংবাদিক কমিউনিটি একটিভিস্ট জুয়েল সাদত।

কবিতা আবৃত্তি করেন কবি মাহফুজুল আলম।

লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড দেয়া হয় অভিনেতা আহমেদ শরীফ, সংগীত শিল্পী এস আই টুটুল, অভিনেতা শহিদুল ইসলাম সাচ্চুকে।

এক্সেলেন্ট এওয়ার্ড গ্রহণ করেন হৃদি হক, সাজু খাদেম, কামরুজ্জামান রনি, সাইমন সাদিক।

গোল্ডেন মাদার এওয়ার্ড গ্রহণ করেন হাসিনা আক্তার। পিউরিটি ইন মিডিয়া গ্রহণ করেন নাওশিন মনজুরে এ খোদা।

এছাড়া ইয়াং স্টার গ্রহণ করপন তাসফিয়া তাবাসসুম কোয়েল, সালমান চৌধুরি অনিন্দ্য। ইয়াং লিডার এওয়ার্ড গ্রহণ করেন সানাইয়া রহমান। 

বিশেষ সম্মাননা গ্রহন করেন মডেল মোজেজা আশরাফ মোনালিসা, শারমিন সিরাজ, পথিক হাসান। 

সন্ধ্যায় আরটিভি কালচারাল শো অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শাকিল মামুম, নাজমুল হক, মেহজাবিন মেহা, এস আই টুটুল,পথিক হাসান, রেশমি মির্জা, কৃষ্ণা তিথি, মেহেরুন নেসা। 

মডেল মোনালিসার সাথে কথোপকথনে অংশগ্রহণ  করেন সেন্টু, কাজী শাহজাহান, আলি, মাহফুজ ও লিটন। 

৫ম ওয়ার্ল্ড ফেস্টের মুল পর্বের উপস্থাপনা করেন শারমিন সিরাজ।

২৫ শে মে সন্ধ্যায় ছিল ক্রুজ ডিনার। ৫ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্টের ক্রুজ ডিনারে ৬৫ জন যোগ দেন। ৪ ঘন্টার ক্রুজ ডিনারে ছিল সাইট সিয়িং, মিউজিক এবং ডিনার।

এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফে উই এস এ ইনক এর বাংলাদেশ টীম খুবই  সাংগঠনিক ভাবে বাংলাদেশ থেকে সব গুলো ওয়ার্ল্ড ফেয়ার ফেষ্ট অর্গানাইজ করে থাকে। মিটিং প্লান, ম্যাগাজিন, কনটেস্ট অর্গানাইজ, বাজেট, এড সবকিছুই বাংলাদেশের টীম সফল ভাবে কর্ডিনেট করে থাকে। 

৫ম ওয়ার্ল্ড ফেয়ার ফেস্ট এর ২ দিনের ফেস্ট অনুষ্ঠানের শেষ পর্বের সমাপনি বক্তব্যে তারেক মাহমুূদ বলেন, সবার অংশগ্রহণ এবং সহযোগিতায় ৫ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট সফল হল। বাংলাদেশ টিম, নিউইয়র্কের টীম ও ফ্লোরিডার টীম এর সমন্বয়ে ৫ ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট সফল হওয়ায় সকলকে ধন্যবাদ।