
ছবি: ইমজা নিউজ
ইএন ডেস্ক: গ্রীষ্মের দাবদাহে হাঁসফাঁস করা জনজীবনে স্বস্তির বার্তা দিচ্ছে আবহাওয়া অফিস। জানিয়েছে সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে বাড়তে চলেছে বৃষ্টিপাতের প্রবণতা। বজ্র, দমকা হাওয়া আর মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনার কথা বলছে তারা।
মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যও নজরে আসবে—দিনের তাপমাত্রা সামান্য বাড়বে, রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।
বুধবার: আগামীকাল বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় নামবে বৃষ্টি। এর পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগেও কিছু কিছু এলাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
বৃহস্পতিবার: ১২ জুন বৃহস্পতিবার, বৃষ্টি হবে আরও বিস্তৃত পরিসরে। ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় নামবে বৃষ্টি। এমনকি রাজশাহী ও রংপুরেও মিলতে পারে স্বস্তির ছোঁয়া। বজ্রপাত আর দমকা হাওয়ার সঙ্গে মিলতে পারে মাঝারি ধরনের ভারি বর্ষণও। দিন-রাত দু’সময়ই তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার: ১৩ জুন শুক্রবার, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আকাশ থাকবে সবচেয়ে সক্রিয়। এখানে অধিকাংশ জায়গায় ঝরবে বৃষ্টি, অন্যদিকে ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালেও বৃষ্টির প্রকোপ থাকবে স্পষ্ট। রাজশাহী-রংপুরও বাদ যাবে না। সারাদেশেই কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন-রাতের তাপমাত্রা আরও এক ধাপ নিচে নামতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহের শেষভাগে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে।