শিরোনাম
সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি নিয়ে মুখোমুখি দুই পক্ষ নবীগঞ্জে কয়েক দিনের স.হিংসতায় নি.হত ২, লুটপাট ও ভাঙচুর, শহরে ১৪৪ ধারা জারি মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততই পেছাবে: সিলেটে মির্জা ফখরুল আলবদর রাজাকারবাহিনী একেক সময় একেক কথা বলছে: হাসান মাহমুদ টুকু বেগম জিয়া‌কে স্লো পয়জ‌নিং ক‌রে হ.ত্যা কর‌তেই গ্রেপ্তার ক‌রে‌ছিল আওয়ামী লীগ: মির্জা আব্বাস জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল ফেব্রুয়ারিতেই নির্বাচন; আশাবাদ মির্জা ফখরু‌লের বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছেছেন পরিবহন ধর্মঘটে ভাঙ্গন: মঙ্গলবার জামায়াতপন্থী মালিকদের গা‌ড়ি চল‌বে

https://www.emjanews.com/

6365

national

প্রকাশিত

১৮ জুন ২০২৫ ২২:৩৪

জাতীয়

চাকুরি

পল্লী বিকাশ কেন্দ্রে আকর্ষণীয় নিয়োগ

আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২৫ পর্যন্ত।

প্রকাশ: ১৮ জুন ২০২৫ ২২:৩৪

ছবি- সংগ্রহ

ক্ষুদ্রঋণ কর্মসূচি সম্প্রসারণের জন্য দেশের বিভিন্ন জেলা শহর ও গ্রামে চলমান জরুরি ভিত্তিতে জনবল নেবে পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে)।

৫ পদে মোট ১৩১ জনকে চাকরি দেবে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থাটি। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী পরিচালক (ক্ষুদ্রঋণ)।

পদসংখ্যা: একটি।

শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞান/অর্থনীতি/ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

পদের নাম: জোনাল ম্যানেজার (ক্ষুদ্রঋণ)।

পদসংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস।

বেতন: ৭০,০০০-৭৮,৫৫০ টাকা।

পদের নাম: এরিয়া ম্যানেজার (ক্ষুদ্রঋণ)।

পদসংখ্যা: ৭টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাস।

বেতন: ৪৫,০৫০-৪৭,৮২৫ টাকা।

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার (ক্ষুদ্রঋণ)।

পদসংখ্যা: ২০টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাস।

বেতন: ৩২,০০০-৩৮,৭৬০ টাকা।

পদের নাম: ট্রেইনি ফিল্ড অফিসার (ক্ষুদ্রঋণ)।

পদসংখ্যা: ১০০টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাস।

বেতন: ১৫,০০০-২৪,২০০ টাকা।

আবেদন পদ্ধতি: যোগ্য প্রার্থীদের লিখিত আবেদনপত্র, জীবনবৃত্তান্ত ( মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেসসহ), জাতীয় পরিচয়পত্রের কপি, ড্রাইভিং লাইসেন্সের কপি, শিক্ষাগত সনদের কপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদন ও যোগাযোগের ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬। ই-মেইল– pbkhrd@ gmail.com।