
ছবি- গুগল
এশিয়া কাপ আর্চারির স্টেজ-২ এ পুরুষ একক ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশের তরুণ আর্চার আবদুর রহমান আলিফ।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে এই ঐতিহাসিক জয় অর্জন করেন তিনি।
প্রথম দুই সেটে ২৮-২৭ ও ২৯-২৮ ব্যবধানে জয় তুলে নেন আলিফ। তবে তৃতীয় ও চতুর্থ সেটে ২৭-২৮ ও ২৬-২৭ ব্যবধানে পিছিয়ে পড়েন তিনি। ফলে চার সেট শেষে ম্যাচে ৪-৪ সমতা ফিরে আসে।
পঞ্চম ও শেষ সেটে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেন আলিফ। ২৯-২৬ ব্যবধানে সেটটি জিতে নিশ্চিত করেন সোনা জয়ের গৌরব।
এটি আলিফের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ব্যক্তিগত পদক জয়, যা বাংলাদেশের আর্চারি ইতিহাসেও একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
আলিফের এই স্বর্ণজয় দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণা যোগাবে বলে আশা করা হচ্ছে।