এশিয়া কাপ হকি
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে হংকংকে হারিয়ে জয়ে শুরু বাংলাদেশের
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫ ১৩:১০

ফাইল ছবি
চীনের দাজহুতে শুরু হওয়া অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম দিনে হংকংকে ৩-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় তরুণ লাল-সবুজের দল।
ম্যাচে বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেন দীন ইসলাম। তিনি ম্যাচের ২০ মিনিটে একটি ফিল্ড গোল এবং ২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আরেকটি গোল করেন। দলের পক্ষে তৃতীয় গোলটি করেন অমিত হাসান, সেটিও আসে পেনাল্টি কর্নার থেকে।
প্রথম ম্যাচেই জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের তরুণরা আগামী ম্যাচগুলোতেও ভালো পারফরম্যান্সের প্রত্যাশায় রয়েছে।